পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*्-जांष्ट्रेिडा-ज१्यंष्ट् उछष लिषेि८छ छांनिष्ठ-बलिज, कांजि कलय मां७ ! পিয়ন মুখপানে চাহিয়া অল্প হাসিয়া বলিল, কালি কলম আমি পাৰ কোথায় ? আপনার বাড়ি, বাড়িতে কালি কলম নাই ! + শুভদা বলিল, দেখি । তাহার পর উপর নীচে সৰ্ব্বত্র খুজিয়া ললনায় একটা অৰ্বভগ্ন দোয়াত পাইল । কালি শুকাইয়া গিয়াছে—জল দিয়া কোনরূপে একরকম করিয়া কালি প্রস্তুত হইল-কিন্তু কলম কোথায় ? হঠাৎ শুভদার মাধবের দপ্তরের কথা মনে পড়িল । উপরের ঘরে এক কোণে একটা ছোট চৌকির উপর বসিয়া মাধব ও ছলনা পাঠ অভ্যাস করিত-ললনা তাহাজের শিক্ষক ছিল। শুভদা উপরে আসিয়া দেখিল—এককোণে সেই চৌকির উপর তেমনিভাবে একটি ছোট কালিলিপ্ত দপ্তর ক্ষুদ্র এক বস্ত্রখণ্ডে জড়িত পড়িয়া আছে। শুভদ। এদিকে বহুকাল আসে নাই, বহুকাল এদিকে চাহে নাই। এটা ললনার ঘর ; ললনা মরার পর পর্য্যন্ত আজ সে প্রথম এ-ঘরে প্রবেশ করিল। দপ্তরখানি হাতে লইয়া ধীরে ধীরে খুলিল—একখানি ভগ্ন শ্লেট, একখানি অর্ধেক বোধোদয়, একটা ধারাপাত, দুটো কঞ্চির কলম, একটা মুখভাঙা শরের কলম, ছোট ছোট দুটি প্লেট পেন্সিল, পুরাতন পঞ্জিকা হইতে কৰ্ত্তিত গোটা-পাঁচেক ছবি—টপ, করিয়া একটা মস্ত বড় জলের ফোটা শ্লেটের উপর আসিয়া পড়িল । একটা কলম লইয়া শুভদা আবার সেগুলি তেমনি সযত্নে বঁাধিয়া রাখিল । কারণ এগুলি মাধবের বড় স্বত্বের দ্রব্য তাই সে জানিত । নীচে আসিয়া শুভদা পত্র গ্রহণ করিল। ঘরে গিয়া খুলিয়া দেখিল, একখানা পঞ্চাশ টাকার নোট। নিশ্চয়ই ভুল হইয়াছে ; পিয়নকে ডাকিতে সে ছুটিয়া বাহিয়ে জাসিল, কিন্তু পিয়ন ততক্ষণে চলিয়া গিয়াছে। বেীমাহষ, চীৎকার করিয়া ভাকিতে পারিল না ; কাজেই নোট লইয়া ফিরিয়া আসিল । শুভদা মনে করিয়াছিল, আর একটু পরে সে আপনিই আসিবে ; কিন্তু তাহ হইল না। সেদিনও আসিল না। কিংবা পরদিনও আসিল না। তখন শুভদা এ-কথা সদানন্দকে জানাইল । সদানন্দ দেখিয়া শুনিয়া বলিল, ভুল হয় নাই। এ-গ্রামে আপনার নামে আর কেউ নাই— হারাণ মুখোপাধ্যায় মহাশয়ের বাটী—তখন এ আপনারই বটে, কিন্তু কলকাতায় কে আপনার আছে ? কলকাতায় আমার কেউ নাই। পরদিন সদানন্দ ডাকঘরে সংবাদ লইয়। আসিয়া বলিল, অঘোরনাথ বস্ব, উকিল, কলকাতা হতে এ টাকা পাঠিয়েচেন । শুভদা বিস্থিত হইয়া কহিল, ও নামের কাকেও চিনি না। ख्रब ? NWSe