পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

असिड प्रश्नहैि কুটুম্বকে মহাসমারে বাড়িতে ধরিয়া আনিল ; হাত-পা ধুইতে জল দিল এবং ভাষাক मांबिग्नां बांनिम्नां थींष्ठिग्न कब्रिज । दि-यश्रब्र उांशंद्र बां नांनांबिद दाबटनब्र चांब्राँ কুফকে পরিতুষ্ট করিয়া জাহার করাইলেন, এবং এত রৌদ্রে কিছুতেই ছাড়িয়া ছিলেন i সন্ধ্যার পর কুর ঘরে ফিরিয়া, হাত-পা ধুইয়া, মুড়ি-মুড়কি চিবাইতে চিবাইতে সেইসব কাহিনী ভগিনীর কাছে বিবৃত করিয়া, শেষে কহিল, ই, একটা গেরস্থ বটে। বাগান, পুকুর, চাষবাস, কোন জিনিসটির অভাব নেই –মা-লক্ষ্মী যেন উখলে পড়ছেন । কুহুম চুপ করিয়া শুনিতেছিল, কথা কহিল না। কুর ইহাকে স্বলক্ষণ মনে করিয়া, বৃন্দাবনের মা কি রাধিয়াছিলেন এবং কিরূপ ষত্ব করিয়াছিলেন তাহার সবিশেষ পরিচয় দিয়া কহিল, খাইয়ে দাইয়েই কি ছেড়ে দিতে চায়! বলে, এত রোঁদুরে বেঙ্কলে মাথা ধীরে অম্বখ করবে। কুহুম দাদার মুখের দিকে চাহিয়া, একটুখানি হাসিয়া কহিল, তাহলে দাদা বুঝি সারাদিন এই কৰ্ম্মই ক’রেছ ? খেয়েচ আর ঘুমিয়েচ ? - তাহার দাদাও সহাস্তে জবাব দিল, কি করি বল বোন ! ছেড়ে না দিলে তো আর জোর করে আসতে পারিনে ? কুক্ষম কহিল, তাহলে ও গায়ে আর কোন দিন ঘেও না । কুঞ্জ কথাটা ঠিক বুঝিতে পারিল না ; জিজ্ঞাসা করিল, যাব না কেন ? পথে দেখা হলেই ত ধরে নিয়ে যাবে? তারা বড়লোক, তাদের ক্ষতি নেই ; কিন্তু আমাদের তাহলে ত চলবে না দাদা ! ভগিনীর কথায় কুঞ্জ ক্ষুণ্ণ হইল । কুসুম তাহা বুঝিতে পারিয়া, হাসিয়া বলিল, সে-কথা বলিনি দাদা—সে-কথা বলিনি ; দু'একদিনে আর কি লোকসান হবে । তা নয় ; তবে তারা বড়মানুষ আমরা দুঃখী ; কাজ কি দাদা তাদের সঙ্গে বেশী মেশামিশি করে ? কুঞ্জ জবাব দিল, আমি তাদের ঘরে ত বেচে যাইনি কুহুম ! তা যাওনি বটে ; তবু ডেকে নিয়ে গেলেই বা যাবার দরকার কি দাদা ? তুই যে এই বামুন-মেয়েদের সঙ্গে মেলা-মেশা করিস তারাও ত সব বড়লোক, তবে বাস কেন ? কুহুম দাদার মনের ভাব বুঝিয়া হাসিতে লাগিল। বলিল, তাদের সঙ্গে ছেলেবেলা থেকেই খেলা করি ; তা ছাড়া তারা আমাদের জাতও নয়, সমাজও নয় ! এখানে আমাদের লজ্জা নেই ; কিন্তু ওদের কথা আলাদা । ফুল খানিকক্ষণ চুপ করিয়া বলিল, সেখানেও লজা নেই। মা-লক্ষ্মী তাদের জয় ❖ዐፄ