পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই हिप्लन । निरज शके श्रवन, ७कबांब नखांनटक षषांर्ष शर्षेौ कब्रिएबन, उशिरषब्र হাতে ঘর-সংসার সঁপিয়া দিয়া তীর্থ-ধৰ্ম্ম করিয়া বেড়াইবেন—এইলৰ মুখৰপ্লেয় কাছে জার সমস্ত কাজই তার সহজসাধ্য হইয়া গিয়াছিল। তাই গোকুলের বিধবার সমস্ত প্রস্তাবেই তিনি সম্মত হইয়া, সমস্ত ব্যয়ভার নিজের মাথায় তুলিয়া লইয়া, ৰিবাহ স্থির করিয়া আসিয়াছিলেন । ও-বেলায় তাহার খাওয়া হয় নাই । সহজে তিনি কোথাও কিছু খাইতে চাইতেন না, কুন্দাবন তাহা জানিত। সে পাঠশালের ছুটি দিয়া ভিতরে জালিয়া দেখিল সেদিকের কোন উদ্যোগ না করিয়াই তিনি চুপ করিয়া বসিয়া আছেন। বৃন্দাবন বলিল, উপোস করে ভাবলে সমস্ত গোলমাল হয়ে যায়। পরের ভাবনা পরে ভেৰ মা, জাগে সেই চেষ্টা কর । মা বলিলেন, সে সন্ধ্যার পরে হবে । না রে তামাসা নয়, আর সময় নেই—সে পাগলের না আছে টাকাকড়ি, না আছে লোকজন, আমাকে সব ভার বইতে হবে—মেয়ের মা দেখলুম বেশ শক্ত মাম্বৰ—সহজে কিছুতেই রাজি হতে চায় না। তবে আমিও ছাড়বার লোক নই—ওরে ঐ যে ! সহস্ৰ বৎসর পরমায়ু হোক বাবা তোমার কথাই হচ্ছিল, এস বাস । হঠাৎ এ-সময়ে যে ? - বাস্তবিক গ্রামান্তর হইতে পরের বাড়ি আসার এটা সময় নয় । কুঞ্জনাথ বাড়ি ঢুকিয়াই এ-রকমের সম্বর্ধনা পাইয়া প্রথমটা থতষত খাইল । তারপর অপ্রতিভভাবে কাছে আসিয়া তাহাকে প্রণাম করিয়া বসিল । বৃন্দাবন পরিহাস করিয়া কহিল, আচ্ছা কুরদা, টের পেলে কি করে ? রাতটাও কি চুপ করে থাকতে পারলে না, না হয় কাল সকালে এসেই শুনতে ? ম। একটু হাসিলেন । কুর কিন্তু এদিক দিয়াও গেল না ; সে চোখ কপালে তুলিয়া বলিল, বাপ রে! বোন নয় ত, যেন দারোগা ! বৃন্দাবন ঘাড় ফিরাইয়া হাসি গোপন করিল ; মা মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন, বৌমা কিছু বলে পাঠিয়েচেন বুঝি ? কুঞ্জ সে-প্রশ্নেরও জবাব না দিয়া ভয়ানক গষ্ঠীর হইয়া বলিল, আচ্ছ মা, তোমার এ কি-রকম ভুল ? ধর কুস্কমের চোখে না পড়ে যদি আর কারও চোখে পড়ত, তা হলে কি সৰ্ব্বনাশ হ’ত বল ত ? কথাটা তিনি বুঝিতে না পারিয়া ঈষৎ উদ্বিগ্নমুখে চাহিয়া রছিলেন । বৃন্দাবন জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি কুঞ্জৰ ? ব্যাপারটা তৎক্ষণাৎ ভাঙ্গিয়া দিয়া কুঞ্জ নিজেকে হাৰ করিতে চাহিল না ; তাই, বৃন্দাবনের প্রশ্ন কানেও তুলিল না । মাকে বলিল, আগে বল কি খাওয়াবে, তবে दणव । 为蟾》