পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই বলিল, তুই অস্থির হ’লনে বোন, আমি বলে যাচ্ছি, এ বিয়ে কোনমতেই হতে দেব না। এবার কুকুম কথা কছিল, কাদিতে কাদিতে বলিল, তুমি এতে হাত দিয়ে না छiो ! কুঞ্জ অত্যন্ত বিস্ময়াপন্ন হুইয়। বলিল, হাত দেব না ? আমার চোখের সামনে বিয়ে হবে, আর আমি দাড়িয়ে দেখব ? তুই বলচিস কি কুস্কম ? না দাদা, তুমি বাধা দিতে পাবে না। কুঞ্জ রাগিয়া উঠিয়া বলিল, বাধা দেব না ? নিশ্চয় দেব। এতে তোর অপমান না হয় না হবে, কিন্তু আমি সইতে পারব না। আমার প্রজা—তুই বলিস কি রে । লোকে শুনলে আমাকে ছি ছি করবে না ? কুসুম বালিসে মুখ লুকাইয় বারংবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, আমি মানা করচি দাদা, তুমি কিছুতেই হাত দিও না । আমাদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই, আর ঘাটাঘাটি করে কেলেঙ্কারি বাড়িয়ে না—বিয়ে হচ্চে হোক্ । কুঞ্জ মহা ক্রুদ্ধ হইয়া বলিল, না । না কেন ? আমাকে ত্যাগ করে তিনি বিয়ে করেছিলেন, না হয় আর একবার করবেন। আমার পক্ষে দুইই সমান । তোমার পায়ে ধরচি দাদা, অনর্থক বাধা দিয়ে হাঙ্গামা করে আমার সমস্ত সন্ত্রম নষ্ট করে দিয়ে না—তিনি যাতে স্বর্থী হন, তাই ভাল । কুঞ্জ স্থ, বলিয়া খানিকক্ষণ গুম হইয়া বসিয়া থাকিয়া বলিল, জানি ত তোকে চিরকাল। একবার 'না' বললে কার বাপের সাধ্যি ‘ই’ বলায়। তুই কারো কথা শুনবিনে, কিন্তু তোর কথা সবাইকে শুনতে হবে । কুস্কম চুপ করিয়া রহিল। কুঞ্জ বলিতে লাগিল, আর ধরলে কথাটা মিথ্যে নয়। তুই যখন কিছুতেই শ্বশুরঘর করবিনে, তখন তাদের সংসারই বা চলে কি করে ? এখন না হয় মা আছেন, কিন্তু তিনি ত চিরকাল বেঁচে থাকবেন না । কুক্কম কথা কহিল না । কুঞ্জ ক্ষণকাল স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা কুক্কম, সে বিয়ে করুক না করুক, তুই তবে এত কাদচিস্ কেন ? ইহার আবার জবাব কি ? অন্ধকারে কুঞ্জ দেখিতে পাইল না, কুস্কমের চোখের জল কমিয়া আসিয়াছিল, এই প্রশ্নে পুনরায় তাহ প্রবলবেগে ঝরিয়া পড়িতে লাগিল । কুঞ্জ উঠিয়া গেলে কুষম সেদিনের কথাগুলো স্মরণ করিয়া লজ্জায় ধিক্কারে মনে ऋन शब्रिड्रां यांहेरउ जांगिंण । हिः हिः, शब्रिटणe उ ७ जणकांब्र शंठ एहेरठ निकृछिब्र ›ህዎ?