পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र९-जांहिउj-ज९७jइं শাস্ত্রমতে প্রতিষ্ঠা-করা পুষ্করিণীর জল কিছুতেই অপবিত্র বা কলুষিত হয় না। ছ'পার্তা ইংরিজী পড়ে শাস্ত্র বিশ্বাস না করলে চলবে কেন বাপু ? বৃন্দাবন এক কথা একশবার বলিতে বলিতে পরিশ্রাস্ত হইয়া উঠিয়াছিল। বিরক্ত DDD BBBS HHB DD DBB DDS DD BBBD DDSBBS BD DBBDD S যা বলেছি তাই হবে, আমি ওর জলে ময়লা খুতে দেব না। আর কেউ মলে ওসব পুড়িয়ে ফেলত, কিন্তু আপনার যখন সে মায়া ত্যাগ করতে পারবেন না, তখন মাঠের ডোবা থেকে পরিষ্কার করে আন্থন, আমার পুকুরে ও-সব চলবে না, বলিয়া ভিতরে চলিয়া গেল । শাস্ত্রজ্ঞানী ঘোষাল মহাশয় বৃন্দাবনের সর্বনাশ কামনা করিতে করিতে চলিয়া গেলেন । ... কিন্তু বৃন্দাবন ঠিক জানিত, এইখানে ইহার শেষ নয়, তাই সে একটা লোককে পুষ্করিণীর জল পাহারা দিবার জন্য পাঠাইয়া দিল । লোকটা সমস্তদিনের পর রাত্রি নয়টার সময় আসিয়া সংবাদ দিল, পুকুরের জলে কাপড় কাচা হইতেছে এবং তারিণী মুখুয্যে কিছুতেই নিষেধ শুনিতেছেন না। বৃন্দাবন ছুটিয়া গিয়া দেখিল, তারিণীর বিধবা কন্যা বালিশের আড়, বিছানার চাদর, ছোট বড় অনেকগুলি বস্ত্রখণ্ড জলে কাচিয়া জলের উপরেই সেগুলি নিঙড়াইয়া লইতেছে, তারিণী নিজে দাড়াইয়া আছে। S& পরদিন সকালেই বৃন্দাবন জননীর নির্দেশমত চরণকে কাছে ডাকিয়া কহিল, তোর মায়ের কাছে যাবি রে চরণ ? চরণ নাচিয়া উঠিল—ষাব বাবা । বৃন্দাবন মনে মনে একটু আঘাত পাইয়া বলিল, কিন্তু সেখানে গিয়ে তোকে অনেকদিন থাকতে হবে। আমাকে ছেড়ে পারবি থাকতে ? চরণ তৎক্ষণাৎ মাথা নাড়িয়া বলিল, পারব। বস্তুতঃ, এ-দিকের সূক্ষ্ম বাধা-ধরা আটার্জাটির মধ্যে তাহার শিশুপ্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। সে বাহিরে ছুটাছুটি করিতে পায় না, পাঠশালা বন্ধ, সঙ্গী-সাথীদের মুখ দেখিতে পৰ্য্যন্ত পায় না, দিবারাত্রির অধিকাংশ সময় বাড়ির মধ্যে আবদ্ধ থাকিতে হয়, চারিদিকেই কি-রকম একটা ভীত সন্ত্রস্ত ভাব, ভাল করিয়া কোন কথা বুঝিতে না পারিলেও ভিতরে ভিতরে সে বড় ব্যাকুল হইয়া উঠিয়াছিল। কিন্তু ७-क्रिक यां८ब्रव्र चत्रांश cन्नङ्, अयांथ चांशैनउl, श्रान, चांशांब्र, cथणां किडू८ड निध्यक्ष ২০২