পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংএই তা হতে পারে বটে। বলিয়া কুঞ্জ লোকের সন্ধানে বাহিরে চলিয়া গেল । পরদিন সকালে কুক্কম গান করিম রন্ধনশালায় প্রবেশ করিতে যাইতেছিল, দাসী উঠান বাট দিতে দিতে বলিল, মা বারণ করলেন, দিদিঠাকরুণ, আজ আর রান্নাঘরে छूरक मl । g কথাটা শুনিয়াই তাহার বুকের ভিতরটা কঁাপিয়া উঠিল। সেইখানেই থমকিয়া দাড়াইয়া সভয়ে বলিল, কেন ? সে ত জানিনে দিদি, বলিয়া সে নিজের কাজে মন দিল । ফিরিয়া আসিয়া কুহুম অনেকক্ষণ নিজের ঘরে বসিয়া রহিল। অন্তদিন এই সময়টুকুর মধ্যে কতবার ব্রজেশ্বরী আসে যায়, কিন্তু মাজ তাহার দেখা নাই। বাহির হইয় একবার খুজিয়াও আসিল, তাহার সাক্ষং মিলিল না। সে মায়ের ঘরে লুকাইয়া বসিয়াছিল, কারণ এ-ঘরে কুহুম আসে না, তাহা সেজানিত। প্রত্যহ উভয়ে একত্রে আহার করিত, আজ সে সময়ও যখন উত্তীর্ণ হইয়া গেল, তখন উদ্বেগ, আশঙ্কা, সংশয় অার সহ করিতে না পারিয়া, সে অার একবার ব্ৰজেশ্বরীর সন্ধানে বাহিরে আসিতেছিল, মা স্বমুখে আসিয়া বলিলেন, আর দেরি করে কি হবে বাছ, যাও একটা ডুব দিয়ে এস, এ-বেলার মত যা হোক মুখে দাও— তোমার দাদা ঠাকুরবাড়িতে মত জানতে গেছে। কুহুম মুখ তুলিয়া জিজ্ঞাসা করিতে গেল, কিন্তু মুখের মধ্যে জিহা কাঠের মত শক্ত হইয়া রহিল। তখন মা নিজেই একটু করণ-স্বরে বলিলেন, ব্যাটার বেী যখন, তখন, ব্যাটার মতই অশৌচ মানতে হবে। যাই হোক, মাগী দোষে-গুণে ভালমাহুষই ছিল। সেদিন আমার ব্রজেশ্বরীর সম্বন্ধ করতে এসে কত কথা । আজ ছ'দিন হয়ে গেল বৃন্দাবনের ম মরেচে–তা সে যা হবার হয়েচে, এখন মহাপ্ৰভু ছেলেটিকে বাচিয়ে দিন। কি নাম বাছা তার ? চরণ না ? আহা ! রাজপুত্তর ছেলে, আঙ্গ সকালে তারও দু’বার ভেদ-বমি হয়েচে । কুঙ্কম মুখ তুলিল না, কথা কহিল না, ধীরে ধীরে নিজের ঘরে গিয়া চুকিল । বেলা প্রায় তিনটা বাজে, ব্ৰজেশ্বরী এঘর-ওঘর খুজিয়া কোথাও কুস্কমের সদ্ধান মা পাইয়া দাসীকে জিজ্ঞাসা করিল, ঠাকুরবিকে তোরা কেউ দেখেছিল রে ? না দিদি, সেই সকালে দেখেছিলুম। - পত্নীর কায়ার শৰে কুঞ্জনাথ কাচা ঘুম ভাঙিয়া উঠিয়া বসিয়া বলিল, সে কি কথা ? কোথায় গেল তবে সে ? ২৯৪