পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই পরদিন বৃন্দাবন ভিক্ষার ঝুলিমাত্র সম্বল করিয়া বাড়ল ত্যাগ করিয়া যাইবে এবং ঘুরিতে ঘুরিতে যে-কোনস্থানে নিজের কৰ্ম্মক্ষেত্র নির্বাচিত করিয়া লইবে । কেশব তাহাকে তাহাদের গ্রামের বাড়িতে গিয়া কিছুকাল অবস্থান করিতে পুনঃ পুনঃ অনুরোধ করিয়াছিল, কিন্তু বৃন্দাবন সম্মত হয় নাই। কারণ, মুখ-দুঃখ মুবিধা-অস্থবিধাকে সে সম্পূর্ণ উপেক্ষা করিতে চাহে। 外 যাত্রার উদ্যোগ করিয়া সে দেবসেবার ভার পুরোহিত ও কেশবের উপর দিয়া দাস-দাসী প্রভৃতি সকলের কথাই চিন্তা করিয়াছিল। মায়ের সিন্দুকের সঞ্চত অর্থ তাহাদিগকে দিয়া বিদায় করিয়াছিল। শুধু কুস্কমের কথাই চিন্তা করিয়া দেখে নাই। প্রবৃত্তিও হয় নাই, আবশ্বক বিবেচনাও করে নাই। যেদিন সে চরণকে আশ্রয় দেয় নাই, সেইদিন হইতে তাহার প্রতি একটা বিতৃষ্ণার ভাব জমিয়া উঠিতেছিল, সেই বিতৃষ্ণ তাহার মৃত্যুর পরে অনিচ্ছা-সত্ত্বেও বিদ্বেষে রূপান্তরিত হইয়া উঠিয়াছিগ । , তাই কেন কুঙ্কম আসিয়াছে, কি করিয়া আসিয়াছে, কি জন্য আছে, এ সম্বন্ধে কিছুমাত্র খোজ লয় নাই এবং না লইয়াই নিজের মনে ভাবিয়া রাখিয়াছিল, আপনি আসিয়াছে, শ্ৰাদ্ধ শেষ হইয়া গেলে আপনিই চলিয়া যাইবে । সে আসার পরে, যদিও কাৰ্য্যোপলক্ষে বাধ্য হইয়া কয়েকবার কথা কহিয়াছিল, কিন্তু তাহার মুখের পানে সেদিন সকালে ছাড়া আর চাহিয়া দেখে নাই। ও-দিকে কুক্ষমও তাহার সহিত দেখা করিবার বা কথা কহিবার লেশমাত্র চেষ্টা করে নাই । - এমনি করিয়া এ-কয়টা দিন কাটিয়াছে, কিন্তু আর ত সময় নাই, তাই আজ বৃন্দাবন একজন দাসীকে ডাকিয়া, সে কবে যাইবে জানিতে পাঠাইয়া, বাহিরে অপেক্ষ করিয়া রহিল। দাসী তৎক্ষণাং ফিরিয়া জানাইল, এখন তিনি যাবেন না। বৃন্দাবন বিস্মিত হইয়া কহিল, এখানে আর ত থাকবার জো নেই, সে-কথা বলে দিলে না কেন ? দাসী কহিল বৌমা নিজেই সমস্ত জানেন । বৃন্দাবন বিরক্ত হইয়া বলিল, তবে জেনে এলো, লে কি একলাই থাকবে ? দ্বাণী এক মিনিটের মধ্যে জানিয়া আসিয়া কহিল, ই । বৃন্দাবন তখন নিজেই ভিতরে আপিল । ঘরের কপাট বন্ধ ছিল, হঠাৎ ঢুকিতে সাহস করিল না, ঈষৎ ঠেলিয়া ভিতরে চাহিয়াই তাহার সর্বঙ্গে কাটা দিয়া উঠিল । দ্বন্ধগৃহের পোড়া-প্রাচীরের মত কুষম এইদিকে মুখ করিয়া দাড়াইয়াছিল—চোখে তাহার উৎকট ক্ষিপ্ত চাহনি। আত্মপ্লানি ও পুত্ৰশোক, কত শীঘ্র মানুষকে কি করিয়া ফেলিতে পারে, বৃন্দাবন এই তাহা প্রথম দেখিয়া সভয়ে পিছাইয়া দাড়াইল । ቘቖm