পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই বৃন্দাবন ভাবিতে লাগিল। কুষম বলিল, ভাবনা মিছে। আমি যাবই। অবহেলার ছেলে হারিয়েচি, স্বামী হারাতে আর চাইনে । বুন্দাবন আরও ক্ষণকাল চিস্তা করিয়া প্রশ্ন করিল, চরণ আমার যে মন্ত্রে আমাকে দীক্ষিত করে গেছে, পারবে সেই মন্ত্রে নিজেকে দীক্ষিত করতে ! কুহুম শাস্ত দৃঢ়-কণ্ঠে বলিল, পারব। তবে চল, বলিয়া বৃন্দাবন সম্মতি জানাইল এবং আর একবার কেশবের উপর সমস্ত তার তুলিয়া দিয়া সেই রাত্রেই স্ত্রীকে সঙ্গে করিয়া বাড়ল ত্যাগ করিয়া গেল । ર૭ છે