পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদা শুভদার কথা বলতে লজ্জা করিতেছিল ; কিন্তু এখন মুম্বকণ্ঠে কহিল, জমিদার বাবুদের বাড়িতে। জমিদারদের বাড়ি ত এই সামনেই ; তবে সেখানে না গিয়ে এখানে দাড়িয়ে আছে।

  • কেন ?

শুভদা কোন উত্তর দিতে পারিল না । বৃক পুনরায় জিজ্ঞাসা করিল, জমিদারদের বাড়িতে কার কাছে যাবে? বাবুর কাছে। কোন বাবুর কাছে ? ভগবানবাবুর কাছে। বৃদ্ধ বিক্ষিত হইয়া বলিল, ভগবানবাবুর কাছে ? | | তবে আমার সঙ্গে এস। বৃদ্ধ অগ্রে অগ্ৰে চলিতে লাগিল। শুভদা জ্যোৎস্নালোকে বুদ্ধের পলিতকেশ সেীমামূৰ্ত্তি দেখিয়া অসঙ্কোচে পশ্চাতে চলিতে লাগিল। ক্রমে ফটক পার হইয়া, বাগান পার হইয়া, একটা কক্ষের দ্বার খুলিয়া বৃদ্ধ ডাকিল, এই ঘরে এস । শুভদা কক্ষে প্রবেশ করিয়া দেখিল, চমৎকার স্বসজ্জিত কক্ষ, সমস্ত মেঝের উপর মূল্যবান কার্পেট বিছানো ; সন্মুখে মসলন্দ পাত তাকিয় দেওয়া বসিবার স্থান। বৃদ্ধ তাহার উপর উপবেশন করিয়া শুভদার আপাদমস্তক দপালোকে, অবগুণ্ঠনের ঈষৎ ফাক দিয়া যতদূর দেখা যায় নিরীক্ষণ করিল। শুভদা সময়ে রূপবতী ছিল। বয়সে ও দুঃখ-কষ্টে পূর্বের সে জ্যোতি এখন আর নাই, তথাপি হীনপ্রভ লাবণ্যের যতটুকু অবশিষ্ট আছে, বৃদ্ধ তাহাতেই মোহিত হইল। অনেকক্ষণ দেখিয়া দেখিয়া কহিল, বাছ, তোমার ভুল হয়েচে, বিনোদবাবুর সঙ্গে বোধ হয় তুমি দেখা করতে চাও । বিনোদবাবু কে ? বিনোদবাবু ভাগবানবাবুর কনিষ্ঠ ভ্রাতা । শুভদা কহিল, তার সঙ্গে দেখা করতে চাই না। তবে কি ভগবানবাবুর নিকট প্রয়োজন আছে ? हैं । ভগবান নদী আমারই নাম ; কিন্তু আমি রোমাকে কখন দেখেচি বলে ত মনে হয় না । শুভদা ঘাড় নাড়িয়া বলিল, না । তবে আমার নিকট কি প্রয়োজন থাকতে পারে ? শুভদা কথা কছিল না। סitaז. י: מי . ז י. יי יי ייע