পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंग्र६-नांश्छिा-नर6यइ কেট সসঙ্কোচে ঘরে চুৰিয়া দেওয়াল ম্বে ধিয়া দাড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া লক্ষেহে কাছে ভাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট ? কেষ্ট আরও একটু সরিয়া আসিয়া, মলিন কোচার খুঁট খুলিয়া দুটি আধ-পাক পেয়ারা বাহির করিয়া বলিল, জরের উপর খেতে বেশ । § হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে ? আমি কাল থেকে লোকের কত খোসামোদ করছি, কেউ এনে দিতে পারেনি, বলিয়া পেয়ারাজুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহলাদে আরক্ত মুখ ইেট করিল। যদিও, এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাইবার জন্ত ব্যাকুল হইয়া উঠেন নাই, তথাপি এই দুটি সংগ্ৰহ করিয়া জানিতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়া বহিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, ই কেষ্ট, কে তোকে বললে আমার জর হয়েচে ? ' কেষ্ট জবাব দিল না । কে বললে রে আমি পেয়ার খেতে চেয়েচি ? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করিল, আর তুলিতেই পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও ভীরুস্বভাব, হেমাঙ্গিনী তাহ পূৰ্ব্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া, আদর করিয়া ‘দাদা বলিয়া ভাকিয়া, আর কত কি কৌশলে তাহার ভয় ভাঙ্গাইয়া, অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ার সংগ্ৰহ কবির কথা হইতে শুরু করিয়া, তাহার দেশের কথা, মায়ের কথা, খাওয়া-দাওয়ার কথা, এখানে দোকানে কি কি কাজ করিতে হয়, তাহার কথা, একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজদিকে কখনও কিছু লুকোসনে কেষ্ট, যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস—নিবি ত ? কেষ্ট আহলাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা । সত্যকার স্নেহ যে কি, তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিথিয়াছিল ; এই মেজদির মধ্যে তাহাই আম্বাদ করিয়া কেষ্টর রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় মেজদির পায়ের ধূলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল । কিন্তু, তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়াই চলিতে লাগিল । কারণ, সে সৎমার ছেলে, সে নিরুপায়। আবগুক হইলে আখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলাইয়া দেওয়াও যায় না । স্বতরাং যখন রাখিতে হইবে, তখন যতদিন তাহার দেহ বহে, ততদিন কবিয়া খাটাইয়া লওয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন—সমস্ত ছুপুর দোকান পালিয়ে 急岛象