পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ললনা জিজ্ঞাসা করিত, কি ল ? ছুটচি কেন ? দিদি, আমার রংটা কি আগেকার চেয়ে কালো হয়ে গেছে ? কালো হবে কেন ? হয়নি ? আচ্ছা দিদি, আমাদের গায় কেউ গুনতে জানে কি ? কেন ? আমি হাত দেখাব ৷ কেন ? তারা গুনে বলে দেবে, বড় হলে আমার গয়না হবে কি না । ললনার চক্ষে জল আসিত—হবে দিদি হবে, তুই রাজরাণী হবি । ছলনার লজ্জা করিত। মুখখানি লাল করিয়া ছুটিয়া অন্যত্র পলাইয়া যাইত। গহনা হইবে কি না তাহাই জিজ্ঞাসা করিতেছিল, রাজরাণীর কথা কে বলিয়াছে ? কখন আসিয়া হয়ত জিজ্ঞাসা করিত, দিদি, আমাদের কিছু নেই কেন । ললন বলিত, আমরা দুঃখী তাই। কেন দুঃখী দিদি ? গায়ে কে আমাদের মত এমন করে থাকে, এমনতর কষ্ট পায় ? ঈশ্বর যাকে যেমন করেছেন তাকে তেমনি করেই থাকতে হয় । ঈশ্বর কাউকে এমন করলেন না, কেবল আমাদেরই এমন করলেন ? আমাদের পূৰ্ব্বজন্মের পাপ । কি পাপ দিদি ? পাপ কি একরকম আছে বোন ? হয়ত কত অকৰ্ম্ম করেছি! বাপ-মাকে শ্রদ্ধা-ভক্তি করিনি, লোকের মনে অযথা ক্লেশ দিয়েছি—আরো কত কি হয়ত করেছি। ছলনার মুখ মান হইল। বলিল, এমনি করেই তবে কি চিরকাল কাটবে? কখন কি মুখ হবে না ? তা কেন ভাই, দুদিন কেটে গিয়ে আবার স্বদিন হবে । তাহার পর ছলনার হাত দুটি সক্ষেহে আপনার হাতে লইয়া বলিত, দেখিস দেখি—তোর কত স্বখ হবে ; কত ঐশ্বৰ্য্য, কত গহনা, কত দাস-দাসী—তুই রাজরাণী হবি। ললনা একথাটা যখন তখন বলিত । ছলনা না ভাবিয়া চিন্তিয়া একটা কথা বলিয়া ফেলিল, দিদি তুই ? সে জানিত তাহার দিদি বিধবা, তথাপি বালিকাস্থলভ চপলতায় একটা কথা আপন আপনি মুখ হইতে বাহির হইয়া গিয়াছে। তাই ছলনা অধোবনে চুপ করিয়া রহিল । ললনা মৃন্থ হাসিয়া বলিল, আমিও স্বখে থাকব বোন—ঐ আমাকে মা फोक्tझ्न । Sty