পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ DBD BB DDDBBS BBBBB D DDDBDD BBB S BBBBS BDD বলিলেন, ইস্ ? এত বই কি হবে রে । গুণী বলিল, কি জানি মা, ও-সব হেমের বই । কেবল কতকগুলা বাজে বই কিনে bাকা নষ্ট করে এল । স্বলোচনা বলিলেন, তুই দিলি কেন ? গুণী বলিল, আমি কেন দেব ? চাবি ওর হাতে, ও নিজে টাকা নিলে, গাড়ি তৈরী করতে বলে দিলে, তার পর নিজে গিয়ে কিনে আনলে—আমি শুধু সঙ্গে ছিলাম বৈ ত नग्ने ! হেম পুস্তকের রাশি নন্দাকে দিয়া, মানদাকে দিয়া এবং কতক নিজে বহিয়া লইয়া তেতলার ঘরে চলিয়া গেল । স্থলোচনা বলিলেন, গুণী, অত প্রশ্রয় সিনে বাবা ! কোথায় কার হাতে পড়বে, তখন দুঃখে মারা যাবে। গুণী উপরে পড়িবার ঘরে গিয়া দেখিল, হেম গ্যাসের আলোকে নীচে বসিয়া নূতন পুস্তকের পিছনে আঠা দিয়া নম্বর আটিতেছে ; দেখিয়া বলিল, মা বলেছেন, তোমাকে আর প্রশ্রয় দেওয়া হবে না ! কোথায় কার হাতে পড়ে দুঃখে মারা যাবে। হেম মুখ ফিরাইয়া ক্রুদ্ধ হইয়া বলিল, কেন মারা যাব ? অামাকে গরীব-দুঃখীর ঘরে দিলে, আমি তার পরের দিনই পালিয়ে আসব। গুণী হাসিয়া বলিল, তবে সেই ভাল । - হেম আর জবাব দিল না, কাজ করিতে লাগিল। গুণেন্দ্র কিছুক্ষণ নিঃশন্ধে র্তাহার দিকে চাহিয়া থাকিয়া অতি ক্ষুদ্র একটি নিশ্বাস দমন করিয়া লইয়া নিজের ঘরে চলিয়া গেল । দুর্গাপূজা শেষ হইয়া গেল । বিজয়ার দিনে গাড়ি কৱিা ঠাকুর-ভাসান দেখির কিঞ্জিয় মাকে প্ৰণাম করিয়া হেম উপরে উঠিয়া গেল। তেতলার খোলা ছাদের উপর জ্যোৎস্নার আলোকে গুণেন্দ্র এক পায়চারী করিতেছিল, হেম স্বযুখে আসিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্ৰণাম করিয়া পায়ের ধূলো মাথায় লইয়া দাড়াইল। গুণেন্দ্র নিঃশব্দে তাহার মুখের পানে চাহিয়া আছে দেখিয়া, একবার একটুখানি যেন গঙ্গা করিয়া উঠিল। কিন্তু তখনই বলিল, আমাকে আশীৰ্ব্বাদ করলে बाँ खनैषां ? w а“ е هیدست