পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথ-নির্দেশ হেম বলিল, একটা খবরের কাগজে পড়েছিলাম, তাই । গুণী বলিল, তুমি কি ওটা ভাল মনে কর ? . হেম সংক্ষেপে বলিল, ছিঃ ! ও কি আবার একটা বিয়ে ? - গুণী প্রশ্ন করিল, কেন নয় ? এক হিন্দু ছাড়া পৃথিবীর সব জাতের মধ্যেই ত বিধবা-বিবাহ আছে । থাক গে, বলিয়া হেম বাহির হইয়া যাইতেছিল, গুণী ডাকিয়া বলিল, আর একটা কথা আছে হেম । হেম ফিরিয়া দাড়াইয়া বলিল, কি ? তোমার বয়স কত ? ষোল । এই বয়স থেকে চিরকাল সন্ন্যাসিনী হয়ে থাকবে ? হেম স্বছ হাসিয়া বলিল, আর কি করব ? যেমন কপাল ? যেমন তোমার বুদ্ধি । গুণী ক্ষণকাল মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, আর কি কোন পথ নেই, কোন উপায় নেই ? কিছু না গুণীদ, কিছু না, বলিয়া হেম বাহির হইয়া গেল । দিন দিন পরিপূর্ণ যৌবন যেমন হেমের সর্বদেহে কানায় কানায় ভরিয়া উঠিতে লাগিল, তাহার ধৰ্ম্ম-কৰ্শ্বও যেন সে-সমস্ত ছাপাইয়া চলিতে লাগিল। গুণী সমস্তই দেখিতে পাইল, কিন্তু সাহস করিয়া কিছুই বলিতে পারিল না । হেমের মধ্যে এমন একটা বস্তু ছিল, যাহাতে সকলেই তাহাকে মনে মনে ভয় করিয়া চলিত। তাহার মাও তাহাকে ভয় করিতেন, গুণীও ভয় করিত। উহার কয়েকদিন পরে একদিন গুণী আদালতে যাইবার জন্ত প্রস্তুত হইতেছিল, এমন সময় হেম জাসিয়া অালমারি খুলিয়া চেক বই বাহির করিয়া হাতে দিয়া বলিল, ফেরবার সময় ব্যাঙ্ক থেকে পাচশ টাকা সঙ্গে এনে । আচ্ছা, বলিয়া গুণী বইখানা পকেটে রাখিয়া দিল । হেম কহিল, রোসো, সংসার-খরচের টাকা কমে গেছে, আর দু’শ অমনি ঐ-সঙ্গে এনে । গুণী কিছু আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল, এ পাচশ টাকা তবে কিসের জছে ? হেম বলিল, ও টাকা ? আমি কাল কাশী যাব ষে । গুণী চৌকির উপর বসিয়া পড়িয়া বলিল, কাল কাশী যাবে ? এ-বিষয়ে কারো भ७ ८नeब्रांब्र त्रांदश्क य८म क८ब्रां न ? abr識 وودسسهتيه