পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হেম অপ্রতিও হইয়া বগিগ, তোমার হুকুম নিয়ে তবে যাব । গুণী বলিল, ঠিক করেছ কাল যালে, আবার কবে হুকুম নেবে শুনি ? সঙ্গে কে বাবে ? - BD BBBS BBBS BBS BB BBBBB BBBS BB BBB BBB BBB মনে করেছিলাম। গুণীদা যাব কাল ? আচ্ছা ধেয়ো, বলিয়া গুণী আদালতে চলিয়া গেল । সন্ধ্যার পর হেম নোট টাকা চাবি বন্ধ করিয়া ব্রাথিস্থা গুণীর কাছে আসিয়া বলিল, কাল যাওয়া হ’ল না । কেন ? আঞ্জ দুপুরবেল বামুনঠাকুরের ঘর থেকে টেলিগ্রাফ এসেছিল, তার মায়ের ব্যামে। আমি তিন মালের মাহিনী দিয়ে তাকে ছুটি দিয়েছি, সে চলে গেছে । রাধবে কে ? যতদিন লোক না পাওয়া যায়, ততদিন আমিই রাধব। গুণদা, তুমি একটি ধিয়ে কর । কেন ? কেন আবার কি ? বিয়ে করবে না-সংসার চালাবে কে ? তোমাকে দেখবে শুনবে কে ? তুমি। হেম হাসিয়া বলিল, আমি বুঝি চিরকাল এই সংসার ঘাড়ে করে থাকব ? আমাকে কাজ করতে হবে না ? জামাকে দেখা-শুনা বুঝি কাজ নয় ? হেম হাসিমুখে বলিল, তোমার সঙ্গে তর্ক করে আমি পারিনে। না, না, সে হবে না । তোমাদের বেশ বড় মেয়ে পাওয়া যায় । দেখে-শুনে একটি বিয়ে কয়, আমি তার হাতে সংসার দিয়ে কাশী যাই । গুণী বলিল, আচ্ছ, তুমিও একটি বিয়ে কর, আমিও করি । এইমাত্র হেম হাসিতেছিল, একমুহূৰ্ত্তে তাহার মুখের হাসি যেন উড়িয়া গেল। সে গম্ভীর হইয়া বলিল, ছিং, ও কি তামাসা গুণদা ? কোনদিন ও-কথা মুখেও এনে না । গুণী আর কথা কহিতে পারিল না, মুখপানে চাহিয়া রহিল। হেম উঠিয়া গেল। Rae