পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\\ মাপ-দুই কাণ থাকিয়া, গুণীর মহুখের সংবাদ পাইয়া হেম বাড়ি জাগিল। সে আসিয়া না পড়িলে অম্বখ কঠিন হইয়া দাড়াইত। আসিয়া শুশ্ৰুধা করিয়া কিছুদিনের মধ্যেই তাহাকে স্বস্ব করিয়া তুলিল । বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেfছল । গুণী শয্যার উপর বসিয়া লাশির ভিতর দিয়া তাহাই দেখিতেছিল। আর ভাবিতেfছল হেমের কথা । একটা পরিবর্তন তাহার চোখে পড়িয়াছিল। হেম পূৰ্ব্বে প্রত্যহ নিয়মিত প্ৰণাম করিয়া ধাইত, এবারে সেটা আর দেখা গেল না । মানদাকে দিয়া হেমকে সে ডাকিতে পাঠাইয়া ছিল ; মানদা আসিয়া বলিল, fদদিঠাকরুণ জপ করছেন। ঘন্ট-দুই পরে হেম ঘরে ঢুকিয়া বলিল, আমাকে ডাকছিলে ? গুণী বলিল, ই, একটু ব’লো। হেম কহিল, কিন্তু এখনো যে আমার জপ সারা হয়নি । ছ’ঘণ্টাতেও জপ সারা হয়নি । ভূখণ্টাতেই কি হবে ? গুরু বলেছেন, অন্ততঃ দু'হাজার জপ করা চাই। গুরু বলেছেন ? গুরু কে ? হেম বলিল, আমি যে এবারে কাশীতে মন্ত্র নিয়েছি। আমার গুরু, কাশীবাণী সন্ন্যাসী । আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছা হয় না। আবার কতদিনে তার চরণ-দর্শন পাব তাই ভাবি । মনে করছি, কাল-পরশুর মধ্যেই ফিরব । গুণী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাল-পরশুর মধ্যে কি করে ফিরবে ? আমি ত এখনো বেশ সারিনি হেম, আমাকে দেখবে কে ? হেম একটু অপ্রতিভ হইয়া বলিল, ও কিছু না—ওটুকু ছ’দিনেই সেরে যাবে। গুণী বলিঙ্গ, অন্ততঃ সে দু’টোদিন ত তোমাকে থাকতে হবে ? আচ্ছ, না হয় থাকব। বলিয়া হেম চলিৰ যাইতেছিল, গুণী ডাকিয়া বলিল, শোন, কাল-পরশুই যেয়ো, কিন্তু আবার কতদিনে ফিরবে ? এখন বোধ হয় শীঘ্র ফিরতে পারব না। আমাকে তুমি মাসে একশ টাকা করে পাঠিয়ে, তাতেই চলে যাবে, তার কমে হবে না । গুণী বলিল, টাকার কথা ত হচ্ছে না হেম । তোমার একশ টাকার জায়গায় দুশ টাকা লাগলেও আমি পাঠাব । কিন্তু সত্যই কি তুমি আর ফিরবে না ? কি করতে আর ফিরব ? 禽孕》