পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পতি, এখন আর কেউ বাকী নেই। বাড়িতে আর জায়গা নেই। আমি সব বিদেয় করব—তার পর ? খাচ্চে, দাচ্চে বসে আছে। বাবু ওপরে পড়ে আছেন, না ডাক্তার, না বঙ্কি, না ওষুধ, না পখ্যি ! শুনি হাওয়া বদলালে ভাল হয়, তা নিয়ে যায় কে ? হেম বলিল, তোরা কি করক্ষিস ? নন্দ নিয়ে যায়নি কেন ? মানদা কপালে করাঘাত করিয়া বলিল, সে-ই বাবুর অনেকদিনের চাকর, তাকে মেসোবাবুর ছেলে অভয় মেরে তাড়িয়ে দিয়েছে—ছোড়া আবার মদ খায়—এক একদিন বাড়িতে এসে এমন হাঙ্গামা করে যে, ভয়ে কেউ বেরুতে পারে না—তাকে আমাদের বাবু পৰ্য্যন্ত ভয় করেন। হেম ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, মাছ, একটা কথা সত্যি বল দিদি, আমার গুণীরা কি তাহলে বাঢ়বে না ? : মানদ বলিল, কেন বঁাচবেন না দিদি, দেখালে শোনালে, চেষ্টা করলে, নিশ্চয় ভাল হবেন–কিন্তু অমন করে ফেলে রাখলে আর ক'দিন ? হেম মিনিট-খানেক চোখ বুজিয়া বসিয়া রহিল, তাহার পর উঠিয়া দাড়াইয়া বলিল, মানদা, তোমাদের ফিরে যাবার টাকা আছে ? আছে বৈকি দিদি ৷ জানোই ত, বাবু এক টাকার দরকার থাকলে সঙ্গে দশ টাকা দিয়ে পাঠান—আমাদের ভাড়া আমার কাছেই আছে। বলিয়া সে আঁচলে বাধা নোট দেখাইল । হেম জিজ্ঞাসা করিল, কবে যাবি ? কাল ? - মানদী বলিল, ই দিদি, কালই যেতে হবে—আমি যা একটা লোক আছি, না হলে সবাই নতুন—কেউ টিকতে পারে না। যেমন মাসী, তেমনি মেলে, তেমনি ছেলে, তেমনি কি-বেী—বিধাতা-পুরুষ যেন ফরমাস দিয়ে এদের এক ছাচে ঢেলেছিলেন । আমার নাকি বড় শক্ত প্রাণ, তাই এখনও টিকে আছি—অভয় ছোড়া আমাকেই একদিন তেড়ে মারতে এসেছিল—বাবুকে বলে, ও মলেই বাচা যায়। হেমের চোখের মধ্যে আগুন জলিতে লাগিল, বলিল, আজ ষ্টীমার কখন ফিরে যাবে জানিল ? মানদা বলিল, আর ঘণ্ট-খানেক পরেই ফিরবে, আমি ঘাট থেকে জেনে এসেছি। তবে এতেই যাব । তুই গাড়ি ডেকে জান গে। তুমি যাবে দিদি ? অাজ ত স্বদিন নয় । বেশ দিন । দেরি করিসনে—গাড়ি ডেকে আন । 苓粤