পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ তবে অত টাকা দিয়ে আমলে কেম ? - - BB BB BB BB BS BBB BBB DDD BB BS BBB BBBB BB জামা হয়েচে । - - রাধারাণী অধিকতর ধিস্থিত হইয়া জিজ্ঞাসা কহিল, টাকা দিয়ে সাধাসাধি কেন ? সত্যেন্ত্র নিকটে একটা চৌকি টানিয়া লইয়। বসিয়া বলিলেন, তার প্রথম কারণ, ও ব্যবসা ছেড়ে দিয়েচে । গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় মা, ওকেও আসতে হয় মা, এই ওর ফলি! দ্বিতীয় কারণ, আমার নিজের গরজ। কথাটা রাধারাণী বিশ্বাস করিল না। তথাপি আগ্রহে পেদিয়া বসিয়া বলিল, তোমার গৰজ ছাই। কিন্তু, ব্যবসা ছেড়ে দিলে কেন ? - শুনবে ? ই বল। । ". সত্যেন্ত্র একমুহূৰ্ত্ত মৌল থাকিয়া বলিল, ওব নাম পিজলী ৷ এক সময়ে–কিন্তু, এখামে লোক এসে পড়বে যে স্বাণী, ঘরে যাবে ? - ৰাৰ, চল, বলিয়া রাধারাণী উঠিয় দাড়াইল । স্বামীর পায়ের কাছে বলিয়া সমস্ত শুনিয়া রাধারাণী অর্ণচলে চোখ মুছিল । শেষে বলিল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে ? এ বুদ্ধি কে তোমাকে দিলে ? এদিকে সত্যেক্সর নিজের চোখ শুষ্ক ছিল না, অনেকবার গলাটাও বলিয়া আসিতেছিল। তিনি বলিলেন, অপমান বটে, কিন্তু সে অপমান আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে পারবে না । কেউ জানবেও না । স্বাধারাণী জবাব দিল না । আর একবার মাচগে চোখ মুছিয়া বাহির হইয়া গেল । নিমন্ত্ৰিত ভদ্রলোকে মাসর ভরিয়া গিয়াছে এবং উপরে বাবান্দায় বঙ্ক স্ত্রীকণ্ঠের BBD BBBB BBD BBBB BB BBBS BBBS BSBB BBBBS BDD হইয়াছে, শুধু ৰিজলী তখনও মাথা হেঁট করিয়া বসিয়া আছে । তাহার চোখ দিয়া জল পড়িতেছিল । দীর্ঘ পাচ বৎসরে তাহার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়াছিল, তাই অভাবের তাড়নায় বাধ্য হইয়া মালার সেই কাজ মঙ্গীকার . করিয়া আসিয়াছে যাহা সে শপথ করিয়া ত্যাগ করিয়াছিল । কিন্তু সে মুখ তুলিয়া খাড়া হইতে পারিতেছিল না। অপরিচিত পুরুষের সভৃষ্ণ দৃষ্টির সম্মুখে দেহ যে এমন পাথরের মত ভারী হইয়া উঠিবে—পা এমন করিয়া হযড়াইয়া ভাঙ্গিয়া পড়িতে ঢাহিলে, তাহ সে ঘন্টা-দুই পূৰ্ব্বে কল্পনা করিতেও পারে নাই। : - আপনাকে ডাকছেন। বিজুলী মুখ তুলিবা দেখিল পাশে দাড়াইয়া একটি স্বারতেৰ বছরের ছেলে । সে উপরের বারানা নির্দেশ করিয়া পুনরায় কছিল, ম৷ \లి$ు