পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ ললনা মৃদু হাসিয়া বলিল, তবে গাইলে কেন ? আমি অমনি গেয়ে থাকি। তাহার পর কিছুক্ষণ আকাশপানে চাহিয়া বলিল, মেঘের উপর পদ্ম ফোটে, তুমি দেখেচ ? ললনা সহাস্তে বলিল, কই না, তুমি দেখেছ ? ই দেখেচি । কবে দেখলে ? প্রায়ই দেখি । যখন আকাশে মেঘ হয় তখনই দেখতে পাই । সদানন্দর গষ্ঠীর মুখশ্ৰী দেখিয়া ললনার হাসি আসিল। মুখে কাপড় দিয়া বলিল, তা কি হয় ? কেন হবে না ? পদ্ম ত জলেই ফোটে, মেঘেতেও জলের অভাব নাই, তবে সেখানে ফুটবে না কেন ? মাটি না থাকলে শুধু জলেতে কি পদ্ম ফোটে ? সদানন্দ ললনার মুখপানে অনেকক্ষণ চাহিয়া বলিল, তাই বটে ! সেই জন্যই শুকিয়ে যাচ্ছে । ললন আর কিছু কহিল না। সকলেই জানিত সদাপাগলা দিনের মধ্যে আমন অনেক অসম্ভব ও অসংলগ্ন কথা কহিয়া থাকে । কিছুক্ষণ মৌন থাকিয়া সদানন্দ আবার কহিল, ললনা, সারদা আর তোমাদের বাটীতে যায় না ? ললনা অন্যদিকে মুখ ফিরাইল । বোধ হয় তখনকার মুখ সদানন্দকে দেখাইবার তাহার ইচ্ছা ছিল না । সদানন্দ পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিল, যায় না ? না | কেন ? তা বলতে পারি না । সদানন্দ গান ধরিল গান থামিল, কিন্তু বৃষ্টি কিছুতেই ছাড়িতে চাহে না। বরং আকাশের মেঘ গাঢ়তত্ব হইয়া আসিতে লাগিল। ললনা কাকে কলসী তুলিয়া লইল। সদানন্দ দেখিয়া বলিল, ওকি, যাও কোথা ? বাড়ি যাই। এত বৃষ্টিতে গেলে অস্কখ করবে যে । কি করব । ললনা চলিয়া গেলে সদানন্দ আবার গান ধরিল। R3