পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পড়বার অবসর পাবেন না। এর ফলে তাদের জ্ঞানবৃদ্ধি হবে, তবে ত তারা ‘জ্ঞানগঞ্জ বইতে লিখতে পারবেন। ब्रांब व शांनटञ्चब्र वक्लष्ठां तtन थांब्र ७कल्ले कष cवी कtब्र जांबांटक्ब्र नजरब्र नटफ़ ৰে, ও-দেশের বা কিছু হয়েচে, তা করেচে ও-দেশের জনসাধারণ । তারা মস্ত লোক। তাদেরই মোটা মোটা দানে বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেচে । আমরা aथांब्रहे नब्रकांब्रटक शांणांशांणि श्रेिं । क्रूि ७हे थांबांटबद्धहे cश्लवङ्कब्र ऋठिछ७iब्र তরল কতটুকু ! তিনি দেশের জন্তে কত করেচেন। র্তার স্বতি-রক্ষার জন্তে কত আবেদনই না বেরুল। কিন্তু সে ভিক্ষাপাত্র আজও আশানুরূপ পূর্ণ হ’ল না ; অথচ ইলংওে ওয়েস্টমিনস্টার এবি'র এক কোণে ফাটল ধরে, সেখানকার উীন কুড়ি লক্ষ পাউণ্ডের জন্তে এক আবেদন করেন। কয়েক মাসের মধ্যে এত টাকা এল যে, শেষে তিনি সেই কাও বলা করতে বাধ্য হয়েছিলেন। অথচ দাতার নাম ৰাজাবার জন্তে ৰে দান করেননি তা স্পষ্ট বোঝা যায়, কারণ কাগজে কারোরই নাম বেরোয়নি। এতটা সম্ভব হয় তখনই যখন লোকের মধ্যে স্বদেশ সম্বন্ধে একটা প্রবুদ্ধ মন গড়ে ওঠে। जामाब्र थार्थना, कूभांब्र यूनैौअरबब ब्रांब भशनब शैर्षबौदौ इडेन । उँीब्र ७हे थांबक কাজে উত্তরোত্তর সাফল্যলাভ করুন। ওঁর কথা শুনে আমাদের মনে জাগে আকুলতা। ধার যে পরিমাণ শক্তি লাইব্রেরী-আন্দোলনের জন্তে তাই জেন ত দেশের কাজ অনেক এগিয়ে যাবে। আমাদের নিজেদের দেখার হয়ত অবসর ঘটবে না। কিন্তু আশা হয় আজকের দিনে যারা তরুণ-ধারা বয়সে ছোট, তারা নিশ্চয়ই একাজের কিছু ফল দেখতে পাবেন । ‘কোয়গর পাঠচক্রে'র চেষ্টায় এই ষে মূল্যবান কথা শুনা গেল, তার জন্তে বক্তা এবং সভ্যদের আত্তরিক ধন্যবাদ দিই। আজ বড় আনঙ্গ পেলাম,—শিক্ষা পেলাম, মনের মধ্যে ব্যথাও পেলাম। কোথায় ইউরোপ আর কোথায় আমাদের দুর্ভাগা দেশ ! যুগযুগাত্তের পাপ সঞ্চিত হয়ে আছে। একমাত্র ভগবানের বিশেষ করুণা ছাড়া পরিত্রাণের আর ত কোন আশা দেখি না ।* —"বিচিত্ৰা’ আশ্বিন, ১৩৪২

  • কোন্নগর পাঠচক্ৰে সভাপতির অভিভাষণ

•әq