পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰন্থ গলার বাধিস্থা এত বড় অসহযোগ আন্দোলন, শেষ পৰ্যন্ত রসাতলে গেল, সে এই খিলাফৎ। স্বরাজ চাই, বিদেশীর শাসন-পাশ হইতে মুক্তি চাই, ভারতবাসীর এই দাবীর বিরুদ্ধে ইংরাজ হয়ত একটা যুক্তি ধাড়া করিতে পারে, কিন্তু বিশ্বের দরবারে তা টিকে না। পাই বা না পাই, এই জন্মগত অধিকারের জন্য লড়াই করায় পুণ্য আছে, প্রাণপাত হইলে অন্তে স্বৰ্গবাস হর। এই সত্যকে অস্বীকার করিতে পারে জগতে এমন কেহ নাই । কিন্তু খিলাফং চাই—এ কোন কথা ? ষে দেশের সহিত ভারতের সংস্রব নাই, সে দেশের মান্বযে কি খায়, কি পরে, কি রকম তাদের চেহারা, কিছুই জানি না, সেই দেশ পূৰ্ব্বে তুর্কীর শাসনাধীন ছিল, এখন ৰচি, তুর্কী লড়াইয়ে হারিয়াছে, তথাপি মুলতানকে তাহা ফিরাইয়৷ দেওয়া হউক, কারণ, পরাধীন ভারতীয় মুসলমান সমাজ আবার ধরিয়াছে। এ কোন সঙ্গত প্রার্থনা ? আসলে ইহাও একটা প্যাক্ট । যুধের ব্যাপার। যেহেতু আমরা স্বরাজ চাই, এবং তোমরা চাও খিলাফং—অতএব এস, একত্র হইয়া আমরা খিলাফতের জন্ত মাখা খুড়ি এবং তোমরা স্বরাজের জন্য তাল ঠুকিয়া অভিনয় শুরু কর। কিন্তু এদিকে বৃটিশ গভর্নমেন্ট কর্ণপাত করিল না, এবং ওদিকে যাহার জন্ত খিলাফং সেই খলিফাকেই তুর্কীরা দেশ হইতে বাহির করিয়া দিল। সুতরাং এইরূপে খিলাফং-আন্দোলন যখন নিতান্তই অসার ও অর্থহীন হইয়া পড়িল, তখন নিজের শূন্যগর্ততায় সে শুধু নিজেই মরিল না, ভারতের স্বরাজ আন্দোলনেরও প্রাণবধ করিয়া গেল। বস্তুতঃ এমন ঘুষ দিয়া, প্রলোভন দেখাইয়া, পিঠ চাপড়াইয়া কি স্বদেশের মুক্তিসংগ্রামে লোক ভৰ্ত্তি कब्रां बांब्र, नां कब्रिह्णरे विजद्र णांछ इब्र ? एब बां, ७ष९ ८कांनश्नि श्रेंट्व बणिबाँ७ মনে করি না । - এই ব্যাপারে সব চেয়ে বেণী খাটিয়াছিলেন মহাত্মাঙ্গী নিজে। এতখানি আশাও বোধ করি কেহ করে নাই, এতবড় প্রতারিতও বোধ করি কেহ হয় নাই । সেকালে বড় বড় মুসলিম পাণ্ডাদের কেহ বা হইয়াছিলেন তাহার দক্ষিণ হস্ত, কেছ-ৰ বাম হস্ত, কেহ-বা চক্ষু কৰ্ণ, কেহ-বা আর কিছু,—হায়রে ! এত বড় তামাশার ব্যাপার কি আর কোথাও অনুষ্ঠিত হইয়াছে। পরিশেষে হিন্দু-মুসলমান-মিলনের শেষ চেষ্টা করিলেন তিনি দিল্লীতে—ীর্ঘ একুশ দিন উপবাস করিয়া । ধৰ্ম্মপ্রাণ সরলচিত্ত সাধু মাছৰ তিনি, বোধ হয় ভাবিয়াছিলেন, এতখানি যন্ত্রণা দেখিয়াও কি তাহাজের জা হইবে না । সে-যাত্রা কোনমতে প্রাণটা তাহার টিকিয় গেল। ভ্রাতার অধিক, সৰ্ব্বাপেক্ষ প্রিয় মিঃ মহম্মদ আলিই বিচলিত হইলেন সবচেয়ে বেশী। তাহার চোখের উপরেই সমস্ত ঘটিয়াছিল,--আশ্রপাত করিয়া কহিলেন, আহা ! বড় ভাল লোক এই মহাত্মাষ্ট্ৰীট। ইহার সত্যকার উপকার কিছু করাই চাই। অতএব জাগে ঘাই মক্কায়, গিয়া পীরের গিরি দিই, পরে ফিরিয়া আসিয়া কলম পড়াইৱা «Coly