পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভঙ্গা ললনা অন্যদিকে চাহিয়া বলিল, আমার কাছে । মাধব অতিশয় সন্তুষ্ট হইল ; হাসিয়া বলিল, তবে ভাল আচ্ছ। আমাদের সেখানে বাড়ি আছে ? আছে। তবে আরো ভাল । আমরা দু’জনে সেখানে বেশ থাকব, না ? ই । ললনা মনে মনে প্রার্থনা করিল যেন তাহাই হয় । মাধব হাত দিয়া তাহার মুখ আপনার দিকে ফিরাইয়া বলিল, বড়দিদি, সেখানে যা ইচ্ছে তাই খেতে পাওয়া যায় না ? যায় । অনেক ডালিম আছে । আছে । বালক একগাল হাসিয়া পাশ্ব পরিবর্তন করিল। যেন এত আনন্দ সে একপার্থে একভাবে থাকিয়া সম্পূর্ণ উপভোগ করিতে পারিবে না ; কিন্তু তখনই আবার ফিরিয়া বলিল, দিদি, ক’বে যাওয়া হবে ? মাধু ! কি দিদি ? মাকে ছেড়ে তুই কেমন ক’রে যাবি। কেন, মা-ও ত যাবে ! যদি না যায় ? আমি ডেকে নিয়ে যাব ৷ তাতেও যদি না যায় ? এইবার মাধব বড় বিষণ্ণ হইল। দিদি, মা কি কখন যাবে না ? যাবে, কিন্তু অনেকদিন পরে । তা হোক—আমরা আগে যাব ; তার পর না হয় মা যাবে। কিছুক্ষণ স্তন্ধ থাকিয় আবার বলিল, মাকে জিজ্ঞেস করলে হয় না ? না । এ-কথা মাকে বললে, তিনিও যাবেন না-আমাকেও যেতে দেবেন না । মাধব ভয়ে ভয়ে বলিল, তবে বলব না। তুমি আমাকে ওষুধ দিয়ে খাও গে যাও। আমি শুয়ে থাকি । ঔষধ খাইয়া, বাতাসা খাইয়া, জল খাইয়া, মাধবচন্দ্ৰ মনের রূখে আকাশের কথা তাবিতে লাগিল। সেখানে কত কি করিবে, কত ঘুরিয়া বেড়াইবে, কত ডালিম খাইবে, দুই-চারিটা জননীর নিকটে নীচে ফেলিয়া দিবে, ভাল তাল পাকা ডালিম নিজে খাইয়া খোসাগুলো ছলনাদিদির গায়ে ছড়িয়া মারিৰে, একটি দানাও তাঁহাতে ©ግ