পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-গতি-সংগ্ৰন্থ জাগবে ? ई । তুমি গেলে মা কাদবেন ? cदक्ष इन्नु । মাধব কিছুক্ষণ নিরুত্তর থাকিয়া বলিল, দিদি, তবে কাজ নেই। কেন ভাই ? মা কঁদিবে মনে হলে আমার ওখানে যেতে ইচ্ছে হয় না। তবে তুই যাবিনে ? মাধব আবার কিছুক্ষণ মৌন হইয়া বহিল, তাহার পর বলিল, হ্যা যাব। তবে আমি কাল যাব ? যেয়েl. আমাকে না দেখতে পেলে কাদবিনে ? কবে আমাকে নিতে আসবে ? আর কিছুদিন পরে । তবে যাও, আমি কাদব না । মাধবের অলক্ষিতে ললনা দুই-এক ফোটা অশ্রু মুছিয়া ফেলিল । সক্ষেহে তাহার মাথায় হাত রাখিয়া বলিল, আমি গেলে এ-সব কথা মাকে বলে না। না । মা যখন যা বলবেন, তাই শুনো—কিছুতে যেন মার মনে কষ্ট না হয় । ঠিক সময়ে ওষুধ খেয়ো । - খাব । কিছুক্ষণ থামিয়া ললনা আবার বলিল, মাধু, সদাদাদাকে তোমার মনে আছে ? আছে । তিনি যদি আসেন—যদি তোমাকে দেখতে আসেন—তা হলে ব'লো যে দিদি চলে গেছে । কেউ যখন না থাকবে তখন ব’লো । अॉष्छ । এইসময় শুভদা আসিয়া বলিলেন, অনেক রাত হয়েচে, তুই শুগে যা মা । মাধব সে-কথার উত্তরে বলিল, মা, দিদি আজ আমার কাছে শোবে । f দিদিকে ছাড়িতে মাধবের তখন কিছুতেই ইচ্ছা ছিল না। শুভদা বোধ হয় তাহা বুঝিতে পারিয়া ললনাকে বলিলেন, তবে তাই শোও—আমি ওপরে ছলনার কাছে শুই গে ।