পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐछल्लीं শুভদা চলিয়া গেলেও ভ্রাতা-ভগিনীর অনেকক্ষণ ধরিয়া কথাবার্তা চলিল ; তাহার পর মাধবচন্দ্র ঘুমাইয়া পড়িল। পরদিন প্রাতঃকালে ললনাকে কেহ দেখিতে পাইল না । সকালবেলায় সে যে-সকল গৃহকৰ্ম্ম করে তাহা এখন পৰ্য্যন্ত পড়িয়া আছে । বেলা আট-নয়টা বাজে দেখিয়া শুভঙ্গ৷ মাধবকে জিজ্ঞাসা করিল, তোর দিদি কোথায় ? ছলনাকে বলিলেন, তোর দিদি কোথায় গেল ? সবাই বলিল, বলতে পারি না। বেলা অধিক হয় দেখিয়া শুভদা সমস্ত কৰ্ম্ম নিজেই করিতে লাগিলেন, ছলনাও সেদিন অনেক সাহায্য করিল। আহার্ষ্য প্রস্তুত হইল, সকলে আহার করিল—দ্ধিপ্রহরও অতীত হইয়া গিয়াছে, তথাপি ললনার দেখা নাই । * * রাসমণি খুজিতে গেলেন, ছলনাময়ী আহার করিয়া পাড়া বেড়াইতে গেল, সেখানে যদি ললনা থাকে ত পাঠাইয়া দিবে। সন্ধ্যার পূর্বে রাসমণি আসিয়া বলিলেন, কোথাও ত তাকে পেলাম না—বাড়ি এসেচে কি ? কই না । সন্ধ্যার পর ছলনাও ফিরিয়া আসিয়া বলিল, দিদি এ গায়ে নাই । রাত্রি ক্রমশ অধিক হইতে লাগিল, কিন্তু ললনা আসিল না। হারাণচন্দ্র ফিরিয়া আসিয়া অবধি বাটীর বাহির হন নাই ; তিনিও, তাই ত মেয়েট গেল কোথায়, বলিয়া একবার খুজিতে বাহির হইলেন। রাত্রি বারোটার পর ফিরিয়া আসিয়া বলিলেন, তাই ত, তাই ত—কিছুই যে বোঝা যায় না । সমস্ত দিবস উপবাস করিয়া শুভদা কাদিতে লাগিল ; রাসমণি কাদিতে লাগিলেন, ছলনা কাদিল, শুধু মাধবচন্দ্র বড় একটা কিছু বলিল না। সকলের ব্যস্ততা এবং ক্রন্দনাদি দেখিয়া সে একবার কথাটা ভাঙ্গিতে গিয়াছিল, কিন্তু দিদির নিষেধ মনে করিয়া জননীর অশ্রু দেখিয়াও মৌন হইয়া রহিল। পরদিন আসিল । সূৰ্য্য উঠিল, অস্ত গেল—রান্ত্রি হইল। আবার প্রভাত হইল, সূৰ্য্য উঠিল, অন্ত গেল, কিন্তু ললনা আসিল না। গ্রামের সকলেই একথা শুনিল ৷ ললনাকে গ্রামের সকলেই ভালবাসিত, তাই তাহার জন্ত সকলেই দুঃখিত হইল। কেহ কালি, কেহ শুভদাকে বুঝাইতে আসিল, কেহ পাচরকম অনুমান করিতে লাগিল, এইরূপে চার-পাচদিন অতিবাহিত হইল । শুভদা প্রথমে মাধবচন্দ্রের সম্মুখেও ললনার জন্ত কঁাদিয়া ফেলিয়াছিল, কিন্তু যখন তাহার কথা মনে হইল তখন সমস্ত অশ্র প্রতিষেধ করিল। জননীর অধিক ক্লেশ