পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ । দেখিলে বোধ হয় সে ভিতরের কথা বলিয়া ফেলিত, কিন্তু যখন দেখিল সব থামিয়া গিয়াছে তখন আর কোন কথা কহিল না । কিন্তু শুভদা বড় বিস্থিত হইল। বড়দিদির কথা মাধব কেন জিজ্ঞাসা করে না ? একবার বলে না, দিদি কোথায় ? একবারও জিজ্ঞাসা করে না, বড়দিদি আসে না কেন? শুভদার অল্প সন্দেহ হইল—মাধব বোধ হয় কিছু জানে ; কিন্তু সাহস করিয়া সে জিজ্ঞাসা করিতে পারিল না । আজ ছয় দিবস পরে নন্দ জেলেণী গঙ্গায় মৎস্ত ধরিতে ধরিতে, অঘিাটায় একটা চমড়া লাল-পেড়ে কাপড় অদ্ধ জলে অৰ্দ্ধ স্থলে বালুমাখা পড়িয়া আছে দেখিতে পাইল। হারাণবাবুর বাটীর নিকটেই তাহার বাটী ; সে ললনাকে ঐ কাপড় অনেকদিন পরিতে দেখিয়াছিল । তাহার সন্দেহ হইল বোধ হয় ঐ বস্ত্র ললনার হইতে পারে। সে আসিয়া এ-কথা রাসমণিকে জানাইল । তিনি ছুটিয়া গঙ্গাতীরে অসিলেন, চিনিতে বিলম্ব হইল না—তাহ ললনারই বটে। কাদিতে কঁাদিতে সেইখানা বাটীতে তুলিয়া আনিলেন ; শুভদা দেখিল, হারাণচন্দ্ৰ দেখিলেন, ছলনা দেখিল, পাড়ার আরো পাচজন দেখিল—ঠিক তাহাই বটে। সে কাপড় ললনারই । তাহার হাতের সেলাই করা, তাহার হাতের তালি দেওয়া, তাহার হাতের এক কোণে লাল স্থতা দিয়া নাম লেখা। আর কি ভুল হয় ? শুভদা মূচ্ছিত হইয়া পড়িয়া গেল ! গ্রামময় প্রচার হইয়া গেল। মুখুয্যেদের ললনা জলে ডুবিয়া মরিয়াছে। ύδι