পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় > নারায়ণপুরের জমিদার ত্রযুক্ত স্বরেন্দ্রনাথ চৌধুরীর একদিন মনে হইল তাহার শরীর খারাপ হইয়াছে, বায়ু পরিবর্তন না করলে হয়ত কঠিন পীড়া জন্মাইতে পারে। স্বরেন্দ্রবাবুর অনেক আয় । বয়স অধিক নহে ; বোধ হয় পঞ্চবিংশতির অধিক হইবে না ; এই বয়সে অনেক সখ, তাই পাজমিত্রের অভাব নাই। দুই-চারিজনকে ভাকাইয়া বলিলেন, আমার শরীর বড় খারাপ হইয়াছে—তোমরা কি বল ? সকলেই তখন মুক্তকণ্ঠে স্বীকার করিল যে, সে বিষয়ে আর সন্দেহমাত্র নাই। তাহার অনেক দিন হইতে একথা বুঝিতে পারিয়াছিল, কিন্তু পাছে র্তাহার ক্লেশ বোধ হয় এই জন্তই সাহস করিয়া বলে নাই । স্বরেন্দ্রবাৰু বলিলেন, ডাক্তারি ঔষধ ব্যবহার করিবার বোধ হয় প্রয়োজন হইবে না, আমার বিশ্বাস বায়ু পরিবর্তন করিলেই সব আরোগ্য হইয়া যাইবে । ইহাতেও কাহারো সন্দেহ ছিল না। বায়ু-পরিবর্তনের মত ঔষধ আর নাই বলিলেও চলে । ** স্বত্বেস্ত্রবাৰু বলিলেন, তোমরা বলতে পার কোন স্থানের বায়ু সৰ্ব্বাপেক্ষ উত্তম ? তখন অনেকে অনেক স্থানের নাম করিল। স্বরেন্দ্রবাবু কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, আমি বলি কিছুদিন জলের উপর বাস করলে হয় না ? সকলে বলিল, ইহা অতি চমৎকার । , তখন জলযাত্রার ধুম পড়িয়া গেল । প্রকাণ্ড একখানা বজরা নানারূপে সজ্জিত হইতে লাগিল। দুই-তিনমাসের জন্য যাহা কিছু প্রয়োজন হইতে পারে সমস্ত বোঝাই হইল। তাহার পর দিন দেখিয়া পাজি খুলিয়া স্বরেন্দ্রবাবু নৌকায় উঠিলেন। সঙ্গে ইয়ারবন্ধু, গায়ক-বাদক অনেক চলিল ; তন্মধ্যে একজন গায়িকারও স্থান হইল। মাঝিরা পাল তুলিল বদর বলিয়া রূপনারায়ণ নদে বজরা ভাসাইয়া দিল । - অমুকুল বাতাসে পাল-ভয়ে বৃহৎ বজরা রাজহংসৗর ন্যায় ভাসিয়া চলিল । স্থানে স্থানে নোঙ্গর করা হইতে লাগিল ; স্বরেন্দ্রবাবু সদলবলে ভ্রমণ করিয়া বেড়াইতে লাগিলেন। এইরূপে জলে স্থলে অনেক স্থান পরিভ্রমণ করা হইল, অনেকদিন কাটিয়া গেল ; তাহার পর বজরা কলিকাতায় আসিয়া লাগিল । অপরাপর সকলের ইচ্ছা ছিল এই স্থানে যেন অধিকদিন থাকা হয়। কিন্তু স্বরেক্সবাৰু তাহাতে অমত করিয়া বলিলেন, কলকাতার বায়ু অপেক্ষাকৃত দূষিত, এখানে থাকব না। বজরা উত্তর-মুখে চলিল । বজরা যখন কলিকাতা ছাড়িয়া চলিল তখন তাহার বন্ধু-বান্ধবেরা মনে করিতে লাগিল যে, অনেকদিন বজরায় বাস করা হইয়াছে, বহুত জলকণা সম্পত্তি স্নিগ্ধ বায়ু

  • ళి