পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ৷ স্ত্রীলোকটি বলিল, আমি বলতে পারি না । ৰোধ হয় নাই। তবে তুমি এখানে কোথা হতে এলে ? : স্ত্রীলোকটি চুপ করিয়া রহিল । তোমার বাড়ি কি নিকটেই ? না, অনেক দূর । তবে এখানে কেন ? আমাদের নৌকা ডুবে গিয়েছিল। কবে ? কাল রাত্রে । তোমার সঙ্গীরা কোথায় ? বলতে পারি না । তুমি এতক্ষণ ধরে জলে দাড়িয়ে আছ কেন ? নিকটবৰ্ত্তী কোন গ্রাম অনুসন্ধান কর.নাই কেন ? a to সে পুনৰ্ব্বার চুপ করিয়া রহিল। - স্বরেন্দ্রবাবু কথার উত্তর না পাইয়া বলিলেন, তোমার বাড়ি এখান হতে কতদূরে হবে ? প্রায় দশ-বার ক্রোশ । কোন দিকে ? স্বরেন্দ্রবাবুর বজরা যেদিকে যাইতেছিল সেইদিকটা দেখাইয়া দিয়া বলিল, ঐদিকে । স্বরেন্দ্রবাবু একটু চিন্তা করিয়া বলিলেন, আমি ঐ দিকেই যা। আমার বজরায় স্ত্রীলোক আছে, যদি কোনরূপ আপত্তি না থাকে ত আমার সঙ্গে এস ; তোমাকে বাটী পৌঁছিয়ে দিব। আবার সে মৌন হুইয়া রহিল । স্বরেন্দ্রবাবু না বুঝিতে পারিয়া বলিলেন, যাবে ? शृंद ! 線 তবে এস । পুনৰ্ব্বার কিছুক্ষণ চুপ করিয়া সে বলিল, আমার কাপড় ভেসে গিয়েচে । এইবার স্বরেন্দ্রনাথ বুঝিলেন, সে কিঙ্গন্ত এতক্ষণ ধরিয়া জলে দাড়াইয়া আছে। নিজে তীরে নামিয়া মাঝিকে পুনরায় বজরায় ফিরিয়া গিয়া বস্ত্র জানিতে বলিয়া দিয়া বলিলেন, কাপড় এলে আমার সঙ্গে যাবে ত? স্ত্রীলোকটি মাথা নাড়িয়া বলিল, যাব । ՆԳ