পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভদ ছুক্ষরিত্রের কথা, শুভদার দুরদৃষ্ট্রের কথা, ললনার হতভাগ্যের কথা মনে করির্ত ; রোগের সেবা করিতে নিতান্ত বাস্ত থাকিয়াও সে উহাদিগকে ভুলতে পারিত না । মধ্যে একবার পত্র লিখিয়া সংবাদ অবগত হইয়াছিল, কিন্তু তাহার পর আর কোন পক্ষেই পত্রাদি লিখেন নাই-সদানন্দও তাই প্রায় একমাসকাল কোন সংবাদ জানিতে পারে নাই । দেশে ফিরিয়া সে সেইসব কথা মনে করিতে লাগিল । অনেক রাত্রি পর্যন্ত বিনিদ্র থাকিয়া, চালাঘরের বাতার পানে শূন্তদৃষ্টিতে চাহিয়া থাকিয়া মনে করিতে লাগিল, মেঘের উপর পদ্ম ফুল ফুটে কি না ? ললনা বলিয়াছিল, মাটি ভিন্ন ফুল ফুটে ন!— সে কথা সঙ্গত কি না ? আর এ কথা যে বলিয়াছিল, সে কেমন করিয়া জানিল মেঘের উপর পদ্ম ফুটিতে পারে না ? যাই হোক, রাত্রিশেষে ঘুমাইয়া পড়িবার পূৰ্ব্বে সদানন্দ স্থির করিয়া ফেলিল যে, উপরে পদ্ম ফুটিতে পারে, কিন্তু ফুটিয়া অনেকদিন থাকিতে পারে না, শুকাইয়া যাইবারই অধিক সম্ভাবনা -শুষ্ক হইয়াই যাইতেছে বোধ হয় । அ ஆ. পরদিন শ্ৰীমান সদানন্দ চক্ৰবৰ্ত্তী ফুল, বেলপাত, বিশ্বেশ্বরের প্রসাদী ইত্যাদি বহু দ্রব্য হস্তে লইয়া একেবারে হারাণবাবুর বাটতে অসিয়া উপস্থিত হইল। " প্রবেশ করিয়া সম্মুখেই শুভদাকে দেখিতে পাইল। শুভদ উঠান ঝাঁট দিতেছিল ; থ্যাংরাটা ফেলিয়া দিয়া, মাথার কাপড়টা একটু টানিয়া দিয়া শুভদা যুদ্ধস্বরে বলিল, কবে এলে সদানন্দ ? কাল রাত্রে । সকলে তাল আছেন ? সদানন্দ দুঃখিতভাবে অল্প হাসিয়া বলিল, সকলের মধ্যে ত পিসিম ; তিনি কাশীতেই স্থান পেয়েচেন । শুভদা ভাল বুঝিতে পারিল না, বলিল, কি পেয়েচেন ? পিসিমাতার কাশীতেই মৃত্যু হয়েচে । শুভদা এ-কথা জানিত না ; তাহার এক শোকে আর এক শোক উথলিয়া উঠিল । শুভদা কাদিতে লাগিল । অনেকক্ষণ পরে বলিল ; বাবা ললনাও নাই । সদানন্দ বিস্থিত হইয়া কহিল, নাই ? কোথায় গিয়াছে ? শুভদা কাদিতে কাদিতে বলিল, কোথায় আর যাবে-বাছা সংসারের দুঃখেকষ্টে আত্মঘাতী হয়েচে । পাঁচদিন হ’ল গঙ্গার তীরে তার পরনের কাপড়টি পাওয়া গেছে । শুভদা ফুপাইয়া কাদিয়া উঠিল। সদানন্দও চক্ষুর জল মুছিল, কিন্তু এক ফোটা কিংবা দুই ফোটা মাত্র। তাহার পর শুভদা যতক্ষণ না শান্ত হইল ততক্ষণ স্থির হইয়া বলিয়া রহিল। শুভদা শাগু হইলে বলিল, কিছু বলে যায় নি ? 'ላ<» • لا سسها