পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

éउंमॆाँ এদিকে কেন ? চল, বৈঠকখানায় গিয়ে বসি। না, ওদিকে যাব না, তুমি এখানেই এস । সারদাচরণ নিকটে আসিলে সদানন্দ বলিল, ললনা মরেছে তা জান কি ? সারদাচরণ বিষন্নভাবে কহিল, জানি । কেন মরল কোন সংবাদ রাখ কি ? না, তবে বোধ হয় সাংসারিক দুঃখেকষ্টে আত্মঘাতী হয়েছে। সদানন্দ তাহার পানে তীক্ষদৃষ্টি রাখিয়া বলিল, আর কিছু জান না ? কিছু না । সদানন্দ তীক্ষদৃষ্টি আরও তীক্ষ্মতর করিয়া বলিল, তুমি পাষও। সাংসারিক দুখেকষ্টে একজন মরতে পারে, আর তুমি সম্মুখে থেকে একটু সাহায্য করতে পার না ? সদানন্দর ভাব-ভঙ্গী দেখিয়া সারদাচরণ একটু সঙ্কুচিত হইয়া পড়িল। তাহার কারণও ছিল ; সে এবং সদানন্দ বাল্য-স্বহৃং, উভয়ে উভয়কে বহুদিন হইতে চিনিত । সারদার ছেলেবেলার কথা সদানন্দ সমস্ত অবগত ছিল এবং সেইজন্যই যে আজ তাহাকে কথা শুনাইতে আসিয়াছিল, সদানন্দর সে প্রকৃতি নহে ; কিন্তু সারদা অন্তরূপ ভাবিয়া লইল । সে মনে করিল, সদানন্দ ছেলেবেলার সেইসব লইয়া দুটো কথা শুনাইয়া দিতেছে ; তাই একটু ভাবিয়া চিন্থিয়া কহিল, সদানন্দ, সে সকল কথায় এখন আর ফল কি ? আরো মনে করে দেখ, আমার পিতা জীবিত রয়েছেন, তার বর্তমানে ইচ্ছা হলেই কি আমি যাকে ইচ্ছা তাকে সাহায্য করতে পারি? বিশেষ সে আমাকে কিছুই বলে নাই । সদানন্দ বিস্মিত হইল। কহিল, কিছুই বলে নাই ? কিছুই বলতে আসে নাই ? - সম্প্রতি নয় ; তবে অনেকদিন পূৰ্ব্বে একবার এসেছিল। কি জন্য ? কোথায় ? সারদাচরণ বলিল, বলছি। প্রায় মাসখানেক পূর্বে অনেক রাত্রে, আমাকে ঐ শিবমন্দিরে আসতে অনুরোধ করেছিল ; আমার যাবার ইচ্ছা না থাকলেও গিয়েছিলাম— সদানন্দ রুদ্ধকণ্ঠে কহিয়া উঠিল, যাবার ইচ্ছা ছিল না । সারদা মানভাবে বলিল, আর কেন ভাই ! সদানন্দ সে-কথা শুনিল না, বলিল, তারপর ? তারপর বিবাহ করতে অনুরোধ করেছিল । কার সঙ্গে ? তার নিজেরই সঙ্গে । নিজের ৷ ললনার সঙ্গে ? তুমি কি বলিলে ? ግ¢