পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সারদা আপনার বাল্যকথা স্মরণ করিয়া বড় লজ্জিত হইল, কতকটা অপ্রস্তুত হইয়া বলিল, আমি-আমি তা কি করব বল ? বাবা এখনো বেঁচে আছেন । সদানন্দ কতকটা ক্রোধে, দুঃখে, কতকটা মনের আবেগে বলিয়া ফেলিল, তোমার বাবার বেঁচে কি লাভ ? এইবার সারদাচরণ কুপিত হইল। পিতার সম্বন্ধে কোন কথা তাহার সহিত বলিল না ; বলিল, লাভালাভের কথা তিনি ভাল জানেন। আমাদের এ বিষয়ে বিচার করবার কোন অধিকার নাই—ভালও দেখায় না । যা হোক, আমি বললাম, তোমাকে বিবাহ করতে পারব না । সে চলে গেল ? না, তখনও চলে যায় নাই, ছলনাকে বিবাহ করতে বলল । তুমি স্বীকার করলে না ? সারদাচরণ সদানন্দর মুখ দেখিয়া এবং তাহার মনের কথা অহমান করিয়া অল্প হাসিয়া বলিল, অস্বীকারও করি নাই, বলেছিলাম পিতার মত হলে করতে পারি। সদানন্দ বলিল, পিতার মত হ’ল না ? না । কেন ? বলবার ইচ্ছা ছিল না, কিন্তু বলছি শোন, বাবার ইচ্ছা আমার বিবাহ দিয়ে কিছু অর্থ লাভ করেন—হারাণবাবু কি তা দিতে পারতেন ? সদানন্দ সে কথা শুনিয়াও যেন শুনিল না, বলিল, তোমার পিতা কি আশা করেন ? আমি বলতে পারি না । অর্থের আশা পূর্ণ হলে আর কোন আপত্তি হতে পারে কি ? সম্ভব নয় । তোমার নিজের কোন আপত্তি নাই ? কিছু না । তবে দেখা যাক, বলিয়া সদানন্দ পুনৰ্ব্বার বনবাদাড় ভাঙ্গিয়া ফিরিয়া চলিল । সারদাচরণ বলিল, কোথায় যাও? একটু বসবে না ? न1 ।। - সদানন্দ, আমার কোন দোষ নাই । বোধ হয় নাই—ভগবান জানেন-আমি বলতে পারি না । স্বাগ করলে ? नीं ! שאר