পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুভঙ্গ মালতী বাহিরে আসিয়া পড়িল, সঙ্গে সঙ্গে উীহার চক্ষুও জলে ভরিয়া গেল ; সুরেন্দ্রনাথ ডাকিলেন, মালতী ! মালতী সেইখানে দাড়াইল । আবার ডাকিলেন, মালতী ! সে এবার ভিতরে প্রবেশ করিয়া কপাটে ভর দিয়া দাড়াইল । চক্ষু মুছিয়া স্বরেন্দ্রনাথ বলিলেন, জয়ার শোক এখনও ভুলি নাই— মালতী দ্বার ছাড়িয়া সেইখানে উপবেশন করিল, তাহার পা কঁাপিতেছিল। মালতী, কি নিয়ে সংসারে থাকব ? স্বরেন্দ্রনাথ বালকের মত কঁাদিয়া ফেলিলেন —তুমি আমাকে পরিত্যাগ করলে আর বঁচিব না। এইবার নীচে গালিচার উপর লুটাইয়া পড়িলেন। মালতী কাছে আসিয়া বসিল, আপনার ক্রোড়ের উপর মাথা তুলিয়া লইয়া চক্ষু মুছাইয়া দিয়া বলিল, আমি যাব না। o তখন দুজনেই বহুক্ষণ ধরিয়া রোদন করিলেন। মালতী পুনৰ্ব্বার চক্ষু মুছাইয় দিল । স্বরেন্দ্রনাথের চক্ষু মুদ্রিতই ছিল ; সেইভাবেই ভগ্নশ্বরে বলিলেন, সেদিন তুমি কি বলেছিলে মনে আছে ? কি ? চির-দাসী ! তাই। --- স্বরেন্দ্রনাথ উচ্চৈঃস্বরে ডাকিলেন, হরিচরণ ! ছাদের উপর হইতে হরিচরণ মাঝি বলিল, আজ্ঞে । বজরা এখনি খুলে দাও । এখনি ? এখনি । Wy যতক্ষণ বজরাখানা দেখা গেল, সদানন্দ গীত বন্ধ করিয়া তাগর পানে চাহিয়া রহিল, তাহার পর বাটতে আসিয়া শয়ন করিল। আজ তাহার মনটা ভাল ছিল না, নিদ্রাও ভাল হইল না। প্রাতঃকালে শুভদার নিকট আসিয়া বলিল, আমার এখানে খেলে হয় না ? শুভদা শুকমুখে বলিল, কেন হবে না ? আমি তাই মনে করেচি ; আমার কেউ নেই, দু'বেল এখানেই ছুটি খাৰ। ሆፃ