পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্রহীন বেহারী হাজির হইয়া নিবেদন করিল, সতীশবাবু বাগানের ওদিকে কুস্তি করিতেছেন এবং তাঁহাকে সংবাদ দেওয়া হইয়াছে । - বেহারী চলিয়া গেলে, জ্যোতিষ উপেন্দ্রর দিকে চাহিয়া বলিলেন, কুস্তি কি হে ? আরো কেউ আছেন না কি ? উপেন্দ্র বলিলেন, আমি ত জানিনে। কুস্তি বোধ হয় নয়, ছেলেবেলা থেকে ওর ব্যায়াম করা অভ্যাস, তাই কোনও রকম কিছু কয়চে বোধ হয়। সরোজিনী কাল দুপুরবেল মিউজিয়ম দেখিতে গিয়াছিলেন । , সন্ধ্যার পরে বাড়ি ফিরিয়া শুনিতে পান, উপেন্দ্রবাবু ও তাহার বন্ধু আসিয়াছেন। তখন কিন্তু ইহার পাথুরেঘাটার উদেখে বাহির হইয়া গিয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, সতীশবাবুকে উপীনবাৰু? আমি ত দেখিনি ? কাল যে সময়ে আমরা আসি, আপনি ছিলেন না । সতীশ আমার ছেলেবেলার বন্ধু, যদিও বয়সে অনেক ছোটো—ঐ যে – ** সতীশ ঘরে প্রবেশ করিল। কি মুন্দর বলিষ্ঠ উন্নত দেহ। কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম রহিয়াছে, স্বত্র গৌরবর্ণ মুখে রক্তাভা পড়িয়া আরও স্বন্দর দেখাইতেছে। সরোজিনী মুহূৰ্ত্তকাল চাহিয়াই চোখ নত করিলেন । জ্যোতিষ বলিলেন, বেহারী বলছিল, আপনি কুস্তি করছিলেন । কিন্তু কুস্তিই করুন আর যাই করুন, আপনার দেহের দিকে চাইলে হিংসা হয়, আমাদের মত চার-পাঁচজনেও বোধ করি আপনার কাছে ঘে সতে পারে না । সতীশ একটুখানি হাসিয়া বলিল, বিনা পরীক্ষায় অতবড় সার্টিফিকেট দেবেন না। তা ছাড়া শুধু গায়ের জোর নিয়েই বা কি হবে, আমার আর কোন জোরই নেই। কথার শেষদিকটায় দুঃখের আভাস বাজিল। সরোজিনী চা ঢালিতে ঢালিতে মনে মনে আন্দাজ করিলেন, সতীশবাবুর সাংসারিক অবস্থা বোধ করি ভাল নয় জ্যোতিষ পূর্বেই উপেন্দ্রর নিকট সমস্ত শুনিয়াছিলেন, তিনি চুপ করিয়া রছিলেন। ইতিমধ্যে চায়ের বাটিগুলি পরিপূর্ণ হইয়া উঠিল। সতীশ সেদিকে ক্ৰক্ষেপমাত্র না করিয়া দেয়ালে টাঙ্গানো একটা ছবির দিকে একদৃষ্টি চাহিয়া রহিল। জ্যোতিৰ বলিলেন, জাম্বন সতীশবাবু, সমস্তই প্রস্তুত । সতীশ সরিয়া আসিয়া একটুখানি হাসিয়া বলিল, আপনার শুরু করে দিন, আমি স্নান না করে কিছুই খাইনে । - বিলক্ষণ ! আমি ত এ কথা জানিনে, তবে যান, আর দেরি করবেন না— - مسدة CR it না না, আপনি ব্যস্ত হবেন না । স্নান আমার যথাসময়েই হবে, তা ছাড়া সকাল 2\o