পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সতীশ বলিল, মোক্ষদা কি বলে, সে জানে না ? আমি বিশ্বাস করি না । সে নিশ্চয় জানে। আমি যাচ্ছি তার কাছে । বেহারী ব্যস্ত হইয়া উঠিল, আপনি যাবেন না বাৰু। কেন যাব না ? কেন তারা লুকোচ্চে ? আমি কাউকে খেয়ে ফেলতে এসেচি যে, আমার কাছে লুকোচুরি! আমি বলচি তোকে, যেমন করে পারি জানব সে কোপায় আছে । বেহারী ভীত হইয়া কহিল তার মাসীর দোষ নেই বাৰু। সাবিত্ৰী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছে। ঝগড়া করে গেছে—কাউকে জানিয়ে যায়নি। সতীশ ধমকাইয়া উঠিল—তবু বলৰি জানিয়ে যায়নি। জানিয়ে গেছে—নিশ্চয়ই গেছে । বেহারী মাথা নাড়িয়া বলিল, না । কিন্তু সে সহরেই আছে । কোন ঠিকানায় আছে ? গাধার মত ই করে থাকিস্নে বেহারী ! কি হয়েছে বল । বেহারী ক্ষণকাল স্থির থাকিয়া কি ভাবিয়া লইয়া বলিল, আপনি দুঃখ পাবেন তাই—না হলে সব কথা সবাই জানে—আমিও জানি । সতীশ অধীর হইয়া উঠিল—কি জানিস্ তাই বল না ? বেহারী আবার চুপ করিয়া রহিল। সতীশ প্রায় চীংকার করিয়া বলিয়া উঠিল, তোর পায়ে পড়ি হারামজাদা, শীগগির বল। বেহারী তৎক্ষণাং ভূমিষ্ঠ প্ৰণাম করিয়া জুতার ধূলা মাথায় লইয়া কাদ কাদ হইয়া বলিল, বাৰু আমাকে নরকে ডুবালেন। একটু আড়ালে চলুন, বলচি, বলিয়া অন্ধকার গলিটার ভিতরে ঢুকিয়া একপাশে দাড়াইল । সতীশ সামনে দাড়াইয়া বলিল, কি ? বেহারী চোক গিলিয়া বলিল, সাবিত্রীর মাসী মনে করেচে সে আপনার কাছে আছে। কিন্তু আমি জানি, তা নয় । সতীশ অস্থির হইয়া বলিল, তুই খুব পণ্ডিত। সে আমিও জানি—তার পরে কি বল। সৰুর করুন বাবু, বলচি, বলিয়া বেহারী আর একবার বেশ করিয়া ঢোক গিলিয়া বলিল, আমায় খুব আশ হচ্চে— কি আশা হচ্চে ? বেহারী মরিয়া হইয়া বলিয়া ফেলিল, সে ঐখানেই গেছে ; ঐ বিপিনবাবুর कां८छ्रे .¥ क रै