পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SW3 তীক্ষ-বুদ্ধিমতী কিরণময়ী স্বামীর পীড়া উপলক্ষে এই কয়টা দিন উপেন্দ্রকে ঘনিষ্ঠ ভাবে কাছে পাইয়া তীহাকে চিনিল। ইহাতে শুধু যে তাহার স্বার্থহানির ব্যাকুল আশঙ্কাটাই তিরোহিত হইল তাহা নহে, এই অপরিচিতের উদ্দেশ্যে -একটা গভীর শ্রদ্ধার ভারে তাহার সমস্ত হৃদয় জলভারাক্রান্ত মেঘের মত বর্ষণোন্মুখ হইয়া উঠিল। এমন লোক সে কখন দেখে নাই। এমন লোকের সংসর্গে আসিতে পারার ভাগ্য কোন নি সে কল্পনা করিতে পারে নাই। তাই এই অত্যন্ত্রকালের পরিচয়েই তাহার ভবিষ্যতের সকল স্বগ-দুঃখ ইহারই হাতে নিঃশঙ্কচিত্তে তুলিয়া দিল, এবং নিৰ্ভয়ে নির্ভর করিতে পারা যে কি, তাহা এই প্রথম উপলব্ধি করিয়া তাহার চিরকারারুদ্ধ প্রাণ যেন মুক্ত পথের আলোক দেখিতে পাইল । উপেন্দ্র প্রভাত হইতে রাত্রি পর্য্যন্ত থাকিয়া মুম্ষু বন্ধুর সেবা করিতেছিলেন। প্রয়োজন হিসাবে এ সেবার মূল্য ছিল না, কারণ হারানের জীবনের আশা আদৌ ছিল না—কিন্তু, এই সেবা, কিরণময়ীর চোখে তাহার স্বামীর শুষ্ক দেহটাকেও আজ মহামূল্য করিয়া দিল । ওই অৰ্দ্ধমৃত দেহটার লোভেই অকস্মাৎ সে ভয়ানক লুদ্ধ হইয়৷ উঠিল। তাহার আচার-ব্যবহারের এই আকস্মিক অভাবনীয় পরিবর্তন মৃত্যুর উপকূলে দাড়াইয়া হারানও লক্ষ্য করিলেন। ছেলেবেলায় কিরণ আত্মীয়ের ঘরে মানুষ হইয়া ছেলেবেলাতেই ততোধিক অনাত্মীয় স্বামীভবনে আসিয়াছিল। শ্বশ্রী অঘোরময়ী তাহাকে কোনদিন আদর-যত্ন করেন নাই ; বরং যতদূর সম্ভব নির্ধ্যাতন করিয়া আসিয়াছেন। স্বামীও তাহাকে একদিনের জন্য ভালবাসেন নাই। তিনি দিনের বেলা স্কুলে শিক্ষা দিতেন, রাত্রে নিজে অধ্যয়ন করিতেন, বধূকে শিক্ষা দান করিতেন । বিদ্যঞ্জনের নেশা তাহাকে এমনি গ্রাস করিয়াছিল যে উভয়ের মধ্যে গুরু-শিয়ের কঠোর সম্বন্ধ ভিন্ন স্বামী-স্ত্রীর মধুর সম্বন্ধের কিছুমাত্র অবকাশ ঘটে নাই। এমনি করিয়া এই নিরুপমা প্রখর বুদ্ধিশালিনী রমণী শৈশব অতিক্রম করিয়া পরিপূর্ণ যৌবনের মাঝখানে আসিয়া দাড়াইয়াছিল, এমনি করিয়াই সংসারের সৌন্দর্ঘ্য মাধুর্ঘ্য হইতে নিৰ্ব্বাসিত, শুষ্ক কঠোর হইয়া উঠিয়াছিল, এবং এমনি স্নেহ-প্রেম বঞ্চিত হইয়াই সে নারীর শ্রেষ্ঠ ধর্শ্বেও জলাঞ্জলি দিতে বসিয়াছিল। অঘোরময়ী সমস্ত জানিতেন। তাহার রূপসী বধু যে ইদানীং সতী-ধর্মেরও সম্পূর্ণ মধ্যাদা বহন করিয়া চলে না, ইহাও তিনি বুঝিতেন । কিন্তু, পুত্র তাহার মৃতকল্প, দুঃসহ দুঃখের দিন সমাগতপ্রায়। এই মনে করিয়াই বোধ করি বন্ধুর বিসদৃশ శ్రీ వీ ఆ