পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পানে চাহিয়া থাকিয়া একটুখানি হাসিয়া বলিল, আমি রোজ এমনি সময়ে গা ধুই, না, কাপড় ছাড়ি মা ? এখনো ত আমার রান্নাঘরেরই কাজ মেটে না ! তার পরে— শাশুড়ী বিরক্ত হইয়া বলিয়া উঠিলেন, তার পরের কাজ তার পরে হবে বেীমা, এখন যা বলি শোন । বধু যাইতে উদ্যত হইয়া কহিল, যাই প্রদীপগুলো জেলে দিয়ে তোমার কাছে এসেই বসি । অঘোরময়ী রাগ করিয়া উঠিলেন—আমার কাছে এখন মিছিমিছি বসে থেকে কি হবে বাছা! কাজ আগে, না, বসা আগে ? দিন দিন তুমি কি-রকম যেন হয়ে যাচ্ছে বৌমা ! . . র্তাহার স্নেহের অঙ্গুযোগ হঠাৎ তিরস্কারের আকার ধরিতেই কথাগুলো অত্যন্ত শক্ত ও রুক্ষ হইয়া কিরণময়ীর কানে গিয়া বিধিল । সেও রাগ করিয়া জবাব দিল, তোমরাই আমাকে কি রকম করে তুলচ মা। সব সময়ে উন্টে উন্টো কথা বললে শোনা চুলোয় যাক, বুঝতেই ত পারা যায় না। কি বলতে চাও তুমি স্পষ্ট করেই বল না ? বলিয়া উত্তরের জন্য মুহূৰ্ত্তকাল অপেক্ষ না করিয়া দ্রুত চলিয়া গেল। বধুর দ্রুতবেগে চলিয়া যাওয়া যে কি তাহা এ-বাড়ির সকলেই বুঝিত, অঘোরময়ীও বুঝিলেন। কিরণময়ী নীচে উপরে আলো জালিয়া তাহার শাশুড়ীর ঘরে যখন প্রদীপ দিতে আসিল, তখন শাশুড়ী কাদিতেছিলেন । র্তাহার কান্না যখন তখন, যে-সে কারণেই উচ্ছ্বসিত হইয়া উঠিত। কিরণময়ী থমকিয়া দাড়াইয়া বলিল, তোমার হরিনামের মালাটা এনে দেব মা ? শাশুড়ী বালাপোধের কোণে চোখ মুছিয়া কাজ কঁাদ স্বরে বলিলেন, দাও। সে ঘরে গিয়া দেওয়ালে টাঙান মালার ঝুলিটা আনিয়া হাতে দিতে গেলে তিনি ঝুলিট না লইয়া বধূর হাতখানি ধরিয়া ফেলিয়া একটুখানি বসে মা, বলিয়া টানাটানি করিয়া নিজের কাছে বসাইয়া তাহার মুখে কপালে মাথায় হাত বুলাইয়া দিলেন, চিবুক স্পর্শ করিয়া চুমো খাইলেন এবং বহুক্ষণ পৰ্য্যন্ত কিছুই না বলিয়া কাদিতে লাগিলেন। কিরণময়ী শক্ত হইয়া বসিয়া এই সমস্ত স্নেহেরু অভিনয় সহ করিতে লাগিলেন। খানিক পরে অঘোরময়ী আর একবার বালাপোষের কোণে চোখের জগ মুছিয়া বলিলেন, শোকে তাপে আমি পাগল হয়ে গেছি, আমার সামান্ত একটা কথায় রাগ করলে কেন বল ত মা ? কিরণ অবিচলিতভাবে বলিল, শোক-তাপ তোমার ত একলার নয় মা । 汾》总