পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंग्र९-जांश्ङि7-जर&यंश् দিবাকর বিশ্বয়ে উপেন্দ্রের মুখের দিকে চাহিতেই তিনি হাসিয়া উঠিয়া বলিলেন, তুইও কি পাগল হলি নাকি ? হারানদার ভারি ব্যারাম, বোধ করি দিন শেষ হয়ে এসেচে, আমি যাচ্চি র্তার সৎকার করতে, তোরা তার মাঝখানে যাবি কোথায় ? যা, তুই নিজের কাজে যা । স্বরবালা এবার মুখ তুলিল। দিবাকরের দিকে চাহিয়া শান্ত অথচ দৃঢ়স্বরে বলিল, আমি আদেশ করচি ঠাকুরপো, তুমি প্রস্তুত হওগে । তোমার ছোড়া তিনদিন জরে ভুগচেন, আজিও জর ছাড়েনি—তাই আমিও সঙ্গে যাব, তোমাকেও যেতে হবে। যাও, দেরি ক'রো না । উপেন্দ্ৰ মনে মনে ভারি আশ্চৰ্য্য হইয়া গেলেন। তিনি ইতিপূৰ্ব্বে কোনদিন স্বরবালার এরূপ কণ্ঠস্বর শোনেন নাই। সে যে স্বচ্ছদে একজন পুরুষ মানুষকে এমন ছোট ছেলেটির মত হুকুম করিতে পারে, তাহা স্বকৰ্ণে না শুনিলে বোধ করি তিনি বিশ্বাস করিতে পারতেন না। তথাপি তিরস্কারের স্বরে কহিলেন, আমি যাচ্চি বিপদের মাঝখানে । তোমরা কেন সঙ্গে গিয়ে আমার সেই বিপদ বাড়িয়ে তুলবে? তোমার যাওয়া হবে না। র্তাহার শেষ কথাটা কিছু কঠোর শুনাইল । স্বরবালা দাড়াইয়া উঠিয়া স্বামীর মুখপানে চাহিয়া পূৰ্ব্ববং দৃঢ়কণ্ঠে কহিল, কেন তুমি সকলের সামনে সব কথায় আমাকে বকো ? তুমি অমুখ নিয়ে বাহিরে গেলে আমি সঙ্গে যাবোই। নটা বাজে, দাড়িয়ে থেকে না ঠাকুরপো, যাও। দিবাকরের স্বমুখে নিজের রূঢ়তায় উপেন্দ্র অত্যন্ত লজ্জিত হইয়া কহিলেন, বকবো কেন তোমাকে, বকিনি । কিন্তু বাবা শুনলে কি মনে করবেন বল ত ? যা দিবাকর, তুই খেয়ে নিগে । - স্বরবালা কহিল, বাবা আমাকে যেতে বলেচেন । এর মধ্যে র্তার কাছেও গিয়েছিলে ? ই, যাই তোমার দুধ নিয়ে আসি, বলিয়া স্বরবালা ঘর ছাড়িয়া চলিয়া গেল । উপেন্দ্র গলায় উড়ানিটা আলনা লক্ষ্য করিয়া ছড়িয়া ফেলিয়া দিয়া চিৎ হইয়া শুইয়া পড়িলেন। স্বরবালা যে সঙ্গে যাইবেই, স্বামীর অস্বস্থ দেহটা সে যে কিছুতেই চোখের আড়াল করিবে না, ইহাতে আর কাহারও সংশয় রহিল না । দিবাকর প্রস্তুত হুইবার জন্য ধীরে ধীরে বাহির হইয়া গেল । উপেন্দ্ৰ ভাবিতে লাগিলেন, জিদ করিয়া স্বরবালা এই যে এক নূতন সমস্তার স্বষ্টি করিল, কলিকাতায় পৌঁছিয়া তাহার কি মীমাংসা করা যাইবে ! কোথায় গিয়া উঠা যাইবে! হারানদার ওখানে অসম্ভব, কারণ, শুধু যে সেখানে স্থানাভাব, তাহা নহে, সেখানে কিরণময়ীর স্বামী মরিতেছে। তথাপি তাহারই চোখের উপর স্বরবালা যে Sobr