পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिखशैन अकन्धा९ नउँौरनञ्च जश्रउशु चत्रब्रांशेौ धन ऎकौश झईब्रां ॐटैन, ८जांब क्बिां वलिब्राँ উঠিল, কিন্তু, কেবল উপীনদার কথাই হবে কেন ? তিনিই কি সব, আমি কেউ নয় ? আমি তোমাকে তার আশ্রয় নিতে দেব না । কিরণময়ী হালিমুখে কহিলেন, সে ত এক কথাই ঠাকুরপো। তুমি আর তোমার দাদা ত পর নয়। তোমার আশ্রয়ে তোমারও ত মন জুগিয়ে ভিক্ষে নিতে হবে। সতীশ বলিল, না, হবে না, তার কারণ, আমি তোমার ছোট ভাই, কিন্তু উপীনদ তোমার স্বামীর বন্ধু। দরকার হয়, আমার বোনের ভার আমিই নিতে পারব | কিন্তু যদি মন যুগিয়ে না চলতে পারি ? আমিও তোমার মন যুগিয়ে চলব না। কিরণময়ী প্রশ্ন করিলেন, যদি দোষ অপরাধ করি ? সতীশ জবাব দিল, তা হলে ভাই-বোনে ঝগড়া হবে। কিরণময়ী আবার প্রশ্ন করিলেন, জীবনে যদি ভুল-ভ্রাপ্তি হয়ে যায়, সে কি আমার এই ছোট ভাইটিই ক্ষমা করতে পারবে ? - সতীশ মুখ তুলিয়া মুহূৰ্ত্তকাল চাহিয়া থাকিয়া সহসা অত্যন্ত ব্যথিতস্বরে কহিল, এ ভুল-ভ্রাস্তির মানে আমি বুঝতে পারিনে বৌঠান। ছোট ভাইকে অর্থ বুঝিয়ে বলা আবগুক মনে কর, ব’লো, আবগুক না মনে কর, ব’লো না। কিন্তু অর্থ তোমার যাই হোক, যে অপরাধ মনে আনাও যায় না, তাও যদি সম্ভব হয়, তবুও ভুলতে পারব না দিদি, আমি তোমার ছোট ভাই ! - - তাহার সাবিস্ত্রীর কথা মনে পড়িল। কহিল, বৌদি, আজ তোমার এই ছোট ভাইটির অহঙ্কার মার্জন কর—কিন্তু, যে অপরাধ এ-জীবনে আমি ক্ষমা করতে পেরেচি, সে অপরাধ ক্ষমা করতে স্বয়ং ভগবানেরও বুকে বাজত। বলিয়াই চাহিয়া দেখিল, কিরণময়ীর দুই চোখ দিয়া জল গড়াইয়া পড়িতেছে। সতীশ নড়িয়া চড়িয়া বসিয়া পুনরায় গাঢ়ম্বরে কহিল, আজ আমাকে একবার ভাল করে চেয়ে দেখ দিদি, যে সতীশ নিজের ঘূর্বদ্ধির স্পৰ্দ্ধায় তোমাকে বৌঠান বলে ব্যঙ্গ করেছিল, সে তোমার এ ভাইটি নয়। বলিতে বলিতে তাহার সমস্ত মুখ প্রদীপ্ত হইয়া উঠিল, সে প্রবলবেগে মাথা নাড়িয়া কহিল, না, না, সে অামি নই । সে কখনো তোমাদের চিনতে পারেনি, কখনো তোমাদের পূজা করতে শেখেনি, তাই জগন্নাথকে সে কাঠের পুতুল বলে উপহাস করেছিল। নিজের মহাপাতকের ভরা নিয়ে সে ডুবে গেছে বৌদি, লে আর নেই। বলিয়া সে ঘাড় ছেট করিয়া নিজের অন্তরের ভিতর তলাইয়া দেখিতে লাগিল । $06.