পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* छब्रिद्धशैन সতীশ কহিল, প্রথমে সে নিজের মন বুঝতে পারেনি। কিন্তু যখন পারলে, তখনই সে চলে গেল । না বলে লুকিয়ে গেল ? সতীশ মাথা নাড়িয়া কহিল, না, তাও নয়। যাবার আগে সাবধান করে গেল, একটা অস্পৃগু কুলটাকে ভালবেসে ভগবানের দেওয়া এই মনটার গায়ে যেন কালি না भांथा३ ॥ কিরণময়ী গভীর বিস্ময়ে সোজা হইয়া বসিয়া কহিলেন, কি বলে গেল ? সতীশ পুনরায় তাহা কহিলে, কিরণময়ী কিছুক্ষণ ধরিয়া সেই কথাগুলা অঙ্কুটে ংবার আবৃত্তি করিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, কিন্তু আবার যখন দেখা হবে ঠাকুরপো, তাকে একবার আমাকে দেখাবে ? 象 সতীশ বিপিনের কথা স্মরণ করিয়া কহিল, কিন্তু আর ত দেখা হবে না বৌদি। কিরণময়ীর ওষ্ঠাধরে স্নান হাসি দেখা দিল। কহিলেন, আবার দেখা হবে। कहरु श्८न ? न श्eग्नाशे ७ मत्रण । - কিরণময়ী ঘাড় নাড়িয়া কছিলেন, কবে যে হবে তা জানিনে, কিন্তু যদি কখন দুঃখে পড়, বিপদে পড়, তখনই দেখা হবে—সে দেখায় মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। ঠাকুরপো, সে যেখানেই থাকৃ, তোমার নিজের চেয়েও সে তোমার অধিক মঙ্গলাকাজিহ্মণী, এ কথা যেন কোনদিন ভুলো না । সেদিন সন্ধ্যার প্রাক্কালে কিরণময়ী মুমধু স্বামীর উত্তপ্ত শয্যাপ্রাপ্ত হইতে উঠিা আসিয়া কয়েকমুহূর্তের জন্য বাহিরে দাড়াইলেন। দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়া সতীশ চুপ করিয়া বসিয়া ছিল, ক্লাস্তিবশতঃ বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল, কিরণময়ী বিস্থিত হইয়া কহিলেন, কেন ঠাকুরপো এমন করে বসে ? বাসায় যাওনি কেন ? সতীশ তন্ত্রা ভাঙ্গিয়া ধড়ফড় করিয়া উঠিয়া দাড়াইম্বা কহিল, না বৌঠান। কোথায় ছিলে এতক্ষণ ? পথে পথে ঘুরে বেড়াচ্ছিলুম-আজ আর বাসায় যাব না । কিরণময়ী আপত্তি প্রকাশ করিয়া বলিলেন, ছি ছি, সে কি কথা ? খাওয়া হবে না, শোওয়া হবে না-না না, লক্ষ্মী ভাইটি অামার, বাসায় যাও—আজ তোমার কোন छब्र ८नई । সতীশ ঘাড় নাড়িয়া বলিল, ভয় থাক আর না থাক, আজ আমি তোমাকে একলা ফেলে যেতে পারব না। তা ছাড়া জামি দোকান থেকে খেয়ে এসেটি । কিরণময়ী কহিলেন, সে হতে পারবে না। আমি জানি, তোমার দোকানের »ፀፃ حالامسيس هو لا