পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भंब्र९-नाश्डिा-ज९७ई বৈহারী ক্ষশকাল চিন্তা করিয়া বলিল, তা আসে বৈকি। আদালতে মিথ্যাতেই তা কাজ হয়—সেখানে মিথ্যা কথারই ত জয়-জয়কার । সাবিত্রী আর জবাব দিল না । বহুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল, কেন এত মিথ্যে বলে গেলুম, হয়ত একদিন বুঝতে পারবে। কিন্তু সে-কথা যাক, বেহাৰী আমার ছুটি কথা রাখবে ? রাখব বৈকি মা । কি কথা ? একটা কথা এই, আমি চলে গেলেও কোনদিন বাবুকে জানিয়ে না আমি তাকে আগাগোড়া মিথ্যে বলে গিয়েছিলুম। বেহারী মৌন হইবা রহিল। সাবিত্ৰী কহিল, আর একটা কথা—আমার ঠিকানা তোমাকে লিখে জানাব। যদি কখনো বোঝো আমার আসা দরকার, আমাকে জানিয়ে । তোমাকে বলতে লজ্জা নেই বেহারী, আমি ছাড়া ওঁকে কেউ শাসন করতেও পারবে না, আমার চেয়ে বিপদের দিনে কেউ সেবা করতে ৭ পারবে না । বেহাৰী কাদিয়া ফেলিল। চোখ মুছিয়া রুদ্ধস্বরে বলিল, সব জানি মা। সাবিত্রী উঠিয়া দাড়াইয়া বলিল, তবে চললুম। ওঁকে তোমার হাতেই দিয়ে গেলুম— দেখো বেহারী, আমার দুটি কথা রেখো । ভগবান করুন, তোমরা মুখে থাকে-আমার এই পোড়া-মুখ নিয়ে যেন আর তোমাদের সামনে আমাকে আসতে না হয়। বলিয়া সাবিত্রী চোখ মুছিয়া অগ্রসর হইল। রাস্তায় আসিয়া গাড়ি ভাড়া করিয়া সাবিত্রীকে তুলিয়া দিয়া বেহারী গড় হইয়া প্ৰণাম করিল। চোখ মুছিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, মা, আমারও একটি নিবেদন আছে । আজ যেমন ছেলে বলে মনে করেছিলে, দরকার হলে আবার স্মরণ করবে ? করব বৈকি । গাড়ি ছাড়িয়া দিল । বেহারী আর একবার পথের উ1র মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া ক্টোচার খুঁটে চোখ মুছিয়া বাসায় ফিরিয়া গেল। A4 •