পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिमशेन ऊंशब्र अज्राश अरबद्र स्वभरबहे शब्राष्नग्न श्रृङ्का घर्षो । उच्चश्रव्र चाप्ले-क्च नि cय ८कबन कब्रिब्रl cकांथां निबl cनं८छ्, डांश ठिनि जांनिष्ठ नांरब्रन नांदे । শ্ৰাদ্ধটা কোনমতে শেষ হইয়া গেলে তিনি উপেন্দ্রকে ধরিয়া পড়িলেন, বাবা, পাশের বাড়ির মল্লিকদের বড়বোঁ কাশী বৃন্দাবন প্রয়াগ বেড়াতে যাবেন ; আমার কি সেই সঙ্গে যাওয়া হতে পারে না ? কেন হতে পারবে না মালী, স্বচ্ছন্দে হতে পারে। কিন্তু—, বলিয়া সে একবার কিরণময়ীর মুখের দিকে চাহিল। কিরণময়ী বুঝিতে পারিয়া কহিল, আমার জন্তে চিস্তা নেই ঠাকুরপো, আমি ৰিকে নিয়ে বেশ থাকতে পারব । উপেক্স কিন্তু ইহাতে তৎক্ষণাং সায় দিতে পারিল না, চুপ করিয়া রহিল। . কিরণময়ী তাহার মুখের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, কিংবা এও ত স্বচ্ছন্দে হতে পারে । দিবাকর ঠাকুরপোত কলকাতায় থেকেই বি. এ. পড়বেন স্থির হয়েছে, তাকে কেন আমার কাছেই রেখে দাও না ? একটা অজানা বাসায় থাকার চেয়ে আমার চোখের উপর থাকা ত ঢের ভাল। যত্নও হবে, কলকাতায় একলা রাখার যে-সব ভয় আছে, সে ভয়ও থাকবে না। বলিয়া উপেন্ধের মুখের প্রতি দৃষ্টি স্থাপিত করিল। অঘোরমন্ত্রী একেবারে পূর্ণ সম্মতি দিয়া বলিয়া উঠিলেন, সে হলে ত আর কোন কথাই নেই উপীন—তাই কর বাবা, তাই কর। সেই ছেলেটারও যত্ব হবে, এ হতভাগীও যা হোক একটু নড়াচাড়া করে বাঁচবে। তিনি কোনগতিকে একটু বাহির হইয়া পড়িতে পারিলেই বাচেন । এত শীঘ্র এমন সোজা পথ আবিষ্কৃত হইতে দেখিয়া তিনি নিশ্চিন্তভাবে একটা নিশ্বাস ফেলিলেন । কিন্তু উপেন্দ্র কিরণময়ীর সাহস দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেল ! এমন একটা অভাবনীয় প্রস্তাব সে মুখ দিয়া বাহির করিল যে কি করিয়া, ইহাই ত সে প্রথমে ভাবিয়া পাইল না। দিবাকর যাই হোক, সে শিশু নহে,-সেও প্রাপ্তযৌবন পুরুষ। অথচ ঠিক যেন শিশুর মতই। এই সৰ্ব্বরূপ-যৌবন রমণী একাকিনী এই নির্জন গৃহমধ্যে তাহাকে লালন-পালন ও মানুষ করিয়া দিবার সর্বপ্রকার দায়িত্ব অসঙ্কোচে গ্রহণ করিতে উদ্যত দেখিয়া উপেন্দ্রর মুখ দিয়া ভালো-মন্দ কোন কথাই বাহির হইল না। এই রমণী যে কিরূপ অসাধারণ বুদ্ধিমতী তাহা জানিতে তাহার বাকী নাই। সে ৰে সঙ্গত অসঙ্গত সাংসারিক ও সামাজিক বিধি-ব্যবস্থা সবিশেষ জানিয়া বুৰিয়াই এ প্রসঙ্গ উত্থাপিত করিয়াছে তাহাতেও সংশয় নাই—তবে, এ কি কথা ? কেমন করিয়া কছিল ? A sa: אא-"ליל צ