পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর কারো সামনে করে বমতে, আজ তা হলে তোমাকে কি শাস্তি ভোগ করতে হতো জানো ? . ... • *উপেন্দ্র বলিঙ্গ, জামি । কিন্তু এখানে তো আর সে শাস্তিভোগের ভয় ছিল না cबौठन । - - * . ** ঝি ময়দার থালাট রাখিয়া চলিয়া গেল। কিরণময়ী স্বমুখে টানিয়া লইয় নতমুখে মৃদ্ধধরে কহিল, বলা যায় না ঠাকুরপো, কপালে শাস্তি লেখা থাকলে কিলে যে কি ঘটে, কোথায় এসে কোন ভোগ ভুগতে হয়, আগে থাকতে তার কোন হিসেবই পাওয়া যায় না। অষ্টের লেখা কি এড়ান যায় ? যায় না ঠাকুরপো, তারা আপনি এলে ঘাড়ে পড়ে । - - উপেন্দ্র রহস্যটা ঠিক বুঝিতে পারিল না! শুধু কহিল, তা বটে। কিরণময়ীও তখনই আর কোন কথা কহিল না। একেবার শুধু উপেন্দ্রর মুখপানে চাহিয়াই চোখ নত করিয়া ময়দা মাখিতে লাগিল। বোধ হইল, সে যেন চুপি চুপি হাসিতেছে । • * . কিছুক্ষণ নিঃশব্দে কাজ করিতে করিতে হঠাৎ এক সময়ে চোখ না তুলিয়াই কহিল, আচ্ছ, আজ এত ঘটা করে বোঁ দেখাতে নিয়ে যাবার অভিপ্রায়টা কি ছিল এখন বল দেখি ? : ૪* . উপেন্দ্র একটু আশ্চৰ্য্য হইয়া কহিল, ৰট-পটা ত কিছুই করিনি বৌঠান কিরণময়ী ৰলিল, তবে বুঝি আমার বলতে ভুল হয়েচে । বলি, এত রকমের ছল-চাতুরী করে যাওয়া হ’লে কেন ? * * উপেন্দ্ৰ কহিল, ছল-চাতুরীই বা কি করলুম ? • * কিরণময়ী কহিল, এই যেমম বোকা-টোকা নানা রকম কথার বাধুনি করে। কিন্তু মিছে কতকগুলো কথা-কাটাকাটি করে আর কি হবে ঠাকুরপো ? সে বেটিকে বোকা বলেই যদি জানতে পেরে থােক, এ বৌঠানটিরও ত কতক পরিচয় পেয়েচ r অত সহজে ভোলাতে পারৰে বলেই কি মনে কর ? • * : * * मा, उा कष्ट्रि म ! • ~." • , কিরণময়ী মুখ তুলিয়া চাহিল। কারণ, যেমন লঘু করিয়া উপেন্দ্র জবাব দিতে চাহিয়াছিল, তেমনি কৰিয়া পারে নাই। অনিচ্ছাসত্বেও তাহার কণ্ঠস্বর গভীর হইয়াই বাহির হইয়াছিল, কিরণময়ী তাহ লক্ষ্য করিয়াছিল কি না, জানিতে . দিল মা ! তেমনি সহজ পরিহাসের স্বরে কছিল, তবে? * * উপেক্স নিজের কণ্ঠস্বরে গাজীর্ঘ্য অনুভব করিয়া মনে মনে লঙ্গ পাইয়াছিল, gD DDDDSggg DBB BBBBB BBBBS DBBS DDDS GmmBS אילג