পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্রহীন দোর খুলিয়া সাবিত্ৰী ঘরে আসিয়া দাড়াইল, বলিল, আচ্ছ। এ কি অত্যাচার বলুন ত ? ' সতীশ কোনদিকে না চাহিয়া জিজ্ঞাসা করিল, কিসের অত্যাচার ? সাবিত্ৰী বলিল, সকলেই নিজের ভাল খোজে। আমিও কোথাও যদি একটু ভাল কাজ পাই, আপনি তাতে বাদ সাধেন কেন ? সতীশ উদাসভাবে বলিল, বাদ সাধব কেন ! তোমার ইচ্ছে হলে যাবে বৈ-কি! সাবিত্রী কহিল, অথচ আমার নূতন মণিবটিকে মার-ধোর করবার আয়োজন কচেচন । সতীশ উঠিয়া বসিয়া বলিল, তুমি কি করতে সাবিত্ৰী ? তোমার জিনিসটি যদি কেউ ভুলিয়ে নিয়ে যায়— 参 কিন্তু আমি কি আপনার জিনিস ? বলিয়াই সাবিত্ৰী ফিক করিয়! হাসিয়া ফেলিল । সতীশ লঙ্গিত হইয়া বলিল, দূর—তা নয় - কিন্তু.. * সাবিত্ৰী বলিল, কিন্তুতে আর কাজ নেই-আমি যাব না । সতীশের পিরানটা মাটিতে লুটাই ছিল, সাবিী তুলিয়া লইয়া পকেট হইতে নোটগুলি বাহির করিয়া ফেলিল। বাক্সে চাবি লাগানই ছিল, নোটগুলি ভিতরে রাখিয়া চাবি বন্ধ করিয়া, চাবি নিজের রিঙে পরাইতে পরাইতে বলিল, আমার কাছে রইল। টাকার আবশ্বক হলে চেয়ে নেবেন । সতীশ বলিল, যদি চুরি কর ? সাবিত্রী সে-কথায় হাসিয়া আঁচল-বাধা চাবির গোছা বানাৎ করিয়া পিঠের উপর ফেলিয়া দিয়া বলিল, আমি চুরি করলে আপনার গায়ে লাগবে না। সতীশ সাবিত্রীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই ক্ষণিকের দৃষ্টিতে সে কি দেখিতে পাইল সে-ই জানে, চমকিয়া বলিয়া উঠিল, সাবিত্রী, তোমাদের বাড়ি কোন দেশে ? বাঙলা দেশে । তার বেশী আর বলবে না? না | বাড়ি কোথায় না বল, কি জাত বল ? সাবিত্রী একটুখানি হসিয়া বলিল, তাই বা জেনে কি হবে ? হাতে ভাত খাবেন না ত । সতীশ ক্ষণকাল ভাবিয়া কছিল, সম্ভব নয় ! কিন্তু জোর করে একেবারে না বলতেও পারিনে ।