পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छजिझैन। তেমনি শাস্ত কঠোরভাবে বলিতে লাগিল, তোমার রাগ বল, স্বণ বল, ঠাকুরপো, সমস্ত দিবাকরকে নিয়ে ত ? কিন্তু বিধবার কাছে সেও যা, তুমিও ত তাই। তার লক্ষে আমার সম্বন্ধটা কতদূর গিয়ে দাড়িয়েচে, সেটা শুধু তোমাদের অন্ধমান মাত্র। কিন্তু সেদিন যখন নিজের মুখে তোমাকে ভালবাসা জানিয়েছিলুম, তখন ত আমার দেওয়া খাবারের থালাট এমনি করে ঘূণায় সরিয়ে রাখোনি ! নিজের বেল বুঝি ফুলটার হাতের মিষ্টাম্নে তালবাসার মধু বেশী মিঠে লাগে ঠাকুরপো ? উপেন্দ্র ভিতরের দুর্নিবার ক্রোধ প্রাণপণে সংবরণ করিয়া কহিল, বৌঠান, স্মরণ করে দিচ্চি যে, আজও আমার স্বরবালা বেঁচে আছে। সে বলে, আমাকে ষে একবার ভালবেসেচে, তার সাধ্য নেই আর কাউকে ভালবাসে। আমি এই ভরসাতেই শুধু দিবাকে আপনার হাতে সঁপে দিয়েছিলুম। ভেবেছিলুম, এসব বিষয়ে স্বরবালার কখনো छूल श्ञ मां । কথাটা শেষ না হইতেই কিরণময়ী অত্যন্ত অকস্মাৎ দুই হাত তুলি কহিল, খামো ঠাকুরপো। তার ভূল হয়েছে, তোমার স্থল হয়নি, এ-কথা এমন অসংশয়ে তুমি কি করে বিশ্বাস করলে ? * - উপেন্দ্র হঠাৎ উঠিয়া দাড়াইয়া কহিল, রাত হয়ে যাচ্চে, আমার তর্ক করবার সময় নেই। আমি আপনাকে চিনি । কিন্তু এই কথাটা নিশ্চয় জেনে রাখবেন যে, ভাল আপনি কাউকে বাসতে পারবেন না- সে সাধাই নেই আপনার । শুধু সৰ্ব্বনাশ করতেই পারবেন। ছিছি—শেষকালে কি-না দিবাটাকে— ঘুণীয় তাহার কণ্ঠরোধ হইয়া গেল। কিন্তু স্বমুখে চাহিয়া দেখিল, কিরণময়ীর সমস্ত মুখ এমনি বিবর্ণ হইয়া গেছে—ঠিক যেন কে তাহার বুকের মাঝখানে অকস্মাৎ গুলি করিয়াছে । - স্বারের বাহিরে দাড়াইয়া অধোরময়ী জিজ্ঞাসা করিলেন, খাওয়া হ’লো উপীন ? ' * يهs = * না মালীম, আর খেলুম না—ভারী অম্লখ করেচে। গ্ৰন্থখ করেচে ? সে কি রে ? তা হলে আজ না হয় এইখানেই শে-জার খাসনে বাবা । - ' না মাঙ্গীমা, আমাকে যেতেই হবে, বলিয়া উপেন্দ্র বাহির হইয়া আসিল। দিবাকরের ঘরের সম্মুখে আসিয়া ডাক দিল, দিবা ? দিবাকর প্রদীপ নিভাইরা দিয়া গুইরা পড়িয়াছিল। তাহার অন্তরের কথা আৰু অভূধ্যায়ীই জানিতেছিলেন। অব্যক্তকণ্ঠে সাড়া দিয়া কম্পিতপঙ্গে বাহিৰে আদি मैफिाईन । 畿臀》 לפי-אילל