পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্রহীন ধরিয়া কোনমতে উচ্ছসিত ক্ৰন্দন রুদ্ধ করিয়া লজ্জা নিবারণ করিল। পূর্বদিকের আকাশটা তখন তরুণ স্বর্ধ্যের জাতীয় রক্তাভ হইয়াছিল এবং তখনও তাহার নিঃসন্দিগ্ধ উপীনদাদ জ্যোতিষসাহেবের বাটীতে শয্যাত্যাগ করিয়া উঠেন নাই । পলায়নোদেশে বাটীর বাহির হওয়া পৰ্য্যন্ত যে ভীষণ অব্যক্ত গ্লানি দিবাকরের চিত্তের মাঝে জমা হইয়া উঠিতেছিল, ইহার শেষের দিকটা যে কত কুৎসিত এবং নিদারুণ, এইবার তাহার চক্ষের উপর সে দৃপ্ত ফুটিয়া উঠিল। একজন ভদ্র গৃহস্থবধূকে কুলের বাহিরে কোন এক অজানা দেশে সে নিজে লইয়া যাইতেছে, এমন অসম্ভব কাও তাহার অন্তরের মধ্যে এতক্ষণ কোথাও সত্যকার আশ্রয় পায় নাষ্ট । তাহার শিক্ষা, সংস্কার, চরিত্র, স্কুল, কলেজ, দেশ, বন্ধু-বান্ধব এবং সৰ্ব্বোপরি তাহার পিতৃসম উপীনদাদা—এই সমস্ত হইতে সে যে কিরূপ নিৰ্ম্ম লভাবে বিচ্ছিন্ন হইয়া যাইতেছে, এখনই নিঃসন্দেহে উপলব্ধি করিল, যখন দেখিল জাহাজ সত্যই চলিতে শুরু করিয়াছে । তাহার উপীনদার কাছে আজিও সে বালক মাত্র। সেই উপীনদাদার মনের ভাবটা এই সংবাদে কি হইয়া যাইবে, তাহা মনে করিতে গিয়াই তাহার বক্ষম্পন্দন থামিয়া যাইতে চাহিল। সেইখানে দুই জাম্বর মধ্যে মুখ ঢাকিয়া বসিয়া পড়িল এবং এক নিমিষে তাহার অদ্যম চক্ষের জল ঝর ঝর করিয়া ঝরিয়া পড়িতে লাগল। এমন সময় কিরণময়ী তাহার পর্শ্বে আসিয়া দাড়াইল এবং মাথায় হাত রাখিয়া স্নেহাৰ্দ্ৰকণ্ঠে বলিল, ঠাকুরপো, একবারটি ঘরে এসে । বহু চেষ্টায় ও বহুক্ষণে দিবাকর তাহার চক্ষের জল শুষ্ক করিয়া অধোমুখে উঠিয়৷ দাড়াইল এবং ধীরে ধীরে কিরণময়ীর অনুসরণ করিয়া কেবিনের মধ্যে আসিয়া উপস্থিত হইল। কিরণময়ী দরজা বন্ধ করিয়া দিয়া দিবাকরকে নিজের পার্থে বসাইয়া তাহার দুই হাত নিজের হাতের মধ্যে লইয়া, মুখপানে চাহিয়া অত্যন্ত করুণ-কণ্ঠে জিজ্ঞাসা করিল, কাদছিলে কেন ভাই ? প্রশ্ন শুনিয়া দিবাকরের চোখের জল আবার গড়াইয়া পড়িল । কিরণময়ী আচল দিয়া তাহা মুছাইয়া দিয়া বলিল, সত্যি করে বল দেখি ঠাকুরপো, তুমি আমাকে ভালবাস কি না ? দিবাকর কিছুই বলিতে পারিল না। নিত্যস্ত ছেলেমাহুষের মত আকুলভাবে কাদিতে লাগিল । g কিরণময়ী তাহার অশ্রুসিক্ত মুখ নিজের বক্ষের উপর টানিয়া লইয়া চাপিয়া ধরিয়া রাখিল এবং ধীরে ধীরে তাহার মাথার মধ্যে অঙ্গুলি চালনা করিয়া নিঃশব্দে সান্ধন দিতে লাগিল। ७शन बहक५ कांजि, दहक८१ विांकtब्रव्र अथंद्र थांब्रां चां★निहे निःt*ष एऐब्रा 总锦载