পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দিবাকর মাথা নাড়িয়া বলিল, না আরাকানে । আরাকানে ত আমিও থাকি। আজ বিশ বৎসর ওখানে আছি, মহাশয়কে ত কখন দেখিনি। এই প্রথম যাচ্ছেন ? সেখানে কেউ আত্মীয় আছেন বুঝি ? নেই ? তা হোক—কিছু চিন্তা করবেন না । মশায়ের বাপ-মায়ের আশীৰ্ব্বাদে আমি ওখানকার একজন বাড়িওয়ালা, অনেকগুলো ঘর আমার খালি পড়ে আছে । তা বাবেন আপনি—আমার সঙ্গেই। পাশ্বোপবিষ্টা স্ত্রীলোকটিকে দেখাইয়া বলিল, ইনি বাড়িউলি । বাড়িউলি এতক্ষণ অনিমেষ-দৃষ্টিতে দিবাকরের পানে চাহিয়াছিল। অত্যন্ত ভারী ও মোট গলায় জিজ্ঞাসা করিল, আপনার পরিবার সঙ্গে আছেন বুঝি ? দিবাকর মুখ রাঙা করিয়া’ঘাড় নাড়িয়া কোনমতে জানাইয়৷ দিল, আছেন । স্ত্রীলোকটির কথা বঁকা বঁকা, কপালে উদ্ধি, সীমন্তে মস্ত চওড়া পিদুরের দাগ, নাকে নখ এবং দুই কানে বিশ-ত্রিশটা মাকড়ি । মাথায় যে একটুখানি আচল দেওয়া ছিল, উৎসাহের আবেগ তাহাও নামিয়া পড়িল । কহিল, ভালই হ’লো। আরাকান বড় মন্দ জায়গা মশায়,—মগের দেশ । কিন্তু আমার বাড়িতে কারো দাত ফোটাবার জো নেই-আমি তেমনি বাড়িউলি নই। কামিনীকে ভয় করে না এমন লোক ওদেশে নেই। থাকবেন আমার বাড়িতেই, কোন ভয় নেই। ভাড়া পাচ টাকা করে, তা দেবেন আপনি চার টাকা করেই,—ই বাড়িআল, তোমাদের বাংশালে একটা কাজ জুটবে না ? বাড়িজাল একটু ইতস্ততঃ করিয়া বলিল, তা”—তা জুটবে বৈকি! দিবাকর প্রশ্ন করিল, মশায়ের নাম হরিশ ভট্টাচার্ষ্যি ! না, না, ও করবেন না—অপরাধ হবে । আমি ব্রাহ্মণ নই, কৈবর্ত। একটু শাস্তর-টাস্তর জানা আছে বলে লোকে আদর করে ভট্চায বলে তাকে। ত্রিকষ্টি মালা ধারণ করেচি, মাছ-মাংস পরিত্যাগ করেচি,—আর কেন মশায়, ঢের ত করে দেখলুম ; এখন প্রায় দু'হাজার আড়াই হাজার খরচ করে চার ধামে ঘুরে এলুম, বাড়িতেও বছর-চারেক মাকে আনলুম,—আর কেন । তাই বাড়িউলিকে মাঝে মাঝে বলি, বাড়িউলি আরাকানে যা কিছু আছে বিক্ৰী সিক্রী করে কোথাও একটা তীর্থধামে গিয়ে থাকি চল। বলিয়া লোকটা উদাসমুখে উপরের দিকে চাহিয়া চুপ করিয়া রছিল। বাড়িউলিও তাহার স্বাভাবিক মোট গলায় প্রত্যুত্তর করিল, আমিও তাই বলি । কাচ-বয়সে আদিটের ফেরে যা করেচি, তাত করেইচি–সে কিছু আর আমার গারে লেখা নেই-আমিও বলি, বাড়িজাল, श्रांबू नब्र, ७हेबांब्र बांझे छल । बलेिब्रl cनe छेéरनप्रब खक एऐब्रां बनिब्रा ब्रह्लि । ՀՅեք