পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্রহীন क्बिांकद्र भांक ८णांक नब्र, ७रे नयख हेडिशप्नब निश्रू उच किइण्डरे रुक्ब्रथब कब्रिाउ না পারিয়া, চুপ করিয়া বসিয়া রহিল। বাড়িউলি কথা কহিল। বলিল, ই বাড়িজাল, এইবার তবে চিড়েগুলি ब्रिक्रिश्न हेि ? বাড়িজালীর ধ্যান ভাঙ্গিয়া গেল। ধীরে ধীরে বলিল, দাও । সংসার অনভিজ্ঞ দিবাকর এ ইঙ্গিতের তাৎপৰ্য্যটা এখন বুঝিতে পারিল । উঠিয়া দাড়াইয়া বলিল, আমি এখন যাই,—আবার আসব তখন । হরিশের নিকট হইতে বিদায় লইয়া দিবাকর অক্ষাত, অদ্ভুক্ত অবস্থায় ডেকের একখানা আরাম-চৌকির উপরে ঘুমাইয়া পড়িয়াছিল। কখন যে জাহাজ নদীর ঘোলা জল পার হইয়া গেল, কখন যে অগাধ কৃষ্ণবর্ণ লবণাম্বুরাশির মাঝখানে ভাসিয়া আসিল, তাহা জানিতেও পারিল না। অস্ফুট-কোলাহলে ঘুম ভাঙ্গিয়া সম্মুখে দেখিল রাঙ্গা-স্বৰ্য্য অস্ত যাইতেছে। বহু লোক তর্ক-বিতর্ক করিতে করিতে তাহাই দেখিতেছে। যে স্থৰ্য্যাস্তের বিবরণ সে ইতিপূর্বে ইংরাজী বাংলা অনেক পুস্তকে অনেকবার পড়িয়াছে, এই সেই স্বৰ্য্যাস্ত ! এই সেই সত্যকার সমুদ্র। চতুর্দিকে চাহিয়া একবার সে অনস্ত জলরাশি দেখিয়া লইল এবং পরক্ষণে অস্তগমনোন্মুখ স্বৰ্য্যদেবকে নমস্কার করিতেই তাহার চোখে জল আসিয়া পড়িল । সূৰ্য্য অস্ত গেল, সে চাহিয়া ब्रश्लि, श्रांकां★ प्रांन श्ब्रां श्रानिल, cन् कांश्ब्रिां ब्रश्लि, नकाiब्र यककांच्च नॉबिंब्री আসিতে লাগিল, সে চাহিয়া রহিল, ক্রমে আকাশ ও জল গাঢ় কৃষ্ণ-মূৰ্ত্তি ধারণ করিল, তবুও দিবাকর তেমনি করিয়াই চেয়ারে পড়িয়া নিঃশব্দে চাহিয়া রহিল। নৈশ শীতল বায়ু হু হু করিয়া বহিয়া যাইতেছে, উপর ভেক প্রায় জনশূন্ত, মাথার উপরে কৃষ্ণপক্ষের গভীর কালো আকাশ, নীচে সাগরের তেমনি গভীর কালো জল, তাহারি মাঝখানে দিবাকর নিজের অস্তরের স্বগভীর কালিমাকে নিমজ্জিত করিয়া দিয়া কিছুক্ষণের জন্য স্বস্তি বোধ করিতেছিল, এমনি সময়ে হঠাৎ কাহার কোমল হস্তম্পর্শে তাহার চমক ভাঙিল। ফিরিয়া দেখিল, কিরণময়ী । কিরণময়ী বলিল, কি হচ্চে ঠাকুরপো! তুমি কি মৃত্যু পণ করে অনশন-ব্ৰত নিয়েচ ? দিবাকর জবাব দিল না, চুপ করিয়া রহিল। কিরণময়ী ক্ষণকাল মাত্র উত্তরের অপেক্ষা করিয়া, ঘরে এস বলিয়া জোর করিয়া তাহাকে কেবিনের মধ্যে টানিয়া আনিল এবং মেঝের উপরে পাতা শয্যার উপর বসাইয়া দিয়া কহিল, কিছুই যদি না বোঝ, এটা অন্ততঃ ত বুঝতে পারচ ষে শত কান্নাকাটিতেও জাহাজ তোমাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবে না । না খেয়ে গুকিয়ে ষরলেও না, সাগরের জলে কঁাপিয়ে পড়লেও না। আরাকানে তোমাকে যেতেই રga