পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*बर्-जांहिठा-नर«यह কিরণময়ী পূর্কের মত সহজ শাস্ত-স্বরে বলিল, আমি ? যেখানে যাচ্ছি—আমাকে সেখানেই থেকে যেতে হবে। দিবাকর কহিল, কি করে থেকে যাবে, কে আছে সেখানে ? কিরণময়ী কহিল, কেউ না । তবে ? তবুও থেকে যেতে হবে। দিবাকর উৎকণ্ঠায় উঠিয়া বসিয়া বলিল, একটু স্পষ্ট করেই বল না বোঁদি ? বলচ কেউ নেই, অথচ থেকে যাবে কি করে, আমি ত ভেবে পাইনে। তুমি সেখানে এক থাকবে না কি ? কিরণময়ী হাসিল। সে হাসি দিবাকর দেখিতে পাইল না—পাইলে বুঝিত। কিরণময়ী কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, না ঠাকুরপো, একা থাকতে পারব না,— আমার সে বয়স নয়। কিন্তু তোমার কাছে ও-সব আলোচনার প্রয়োজন নেই। বলিয়াই সে দিবাকরের ডান হাতটা মুখের উপর টানিয়া লইয়া ব্যথার সহিত বলিল, কিন্তু তোমাকে নিরর্থক কষ্ট দিলুম। সে জন্যে মাপ চাইচি ঠাকুরপো। দিবাকর আবার অবসরের মত গুইয়া পড়িল। সব কথা সে নি:সংশয়ে বুঝিল না, কিন্তু এটুকু বুঝিল যে, ঘরে ফিরিবার অন্ধকার পথে যে-জাশার দীপ-শিখাটি । মুহূর্ত পূৰ্ব্বেই সে মূঢ়ের মত জালিয়া তুলিয়াছিল, আবার তাহ নিবাইয়া ফেলিবার नवद्र इश्ल । প্রদীপ নিৰিল বটে, কিন্তু তাহার দুর্গন্ধ বাম্পে দিবাকরের বুকের ভিতরটা একেবারে । বোঝাই হইয়া গেল। সে অবরুদ্ধ নিশ্বাসের গভীর বেদনায় খাড়া উঠিয়া বসিয়া তীব্ৰকণ্ঠে প্রশ্ন করিল, তুমি কি তামাসা করছিলে বৌদিদি এতক্ষণ ? মুখ-চোরা লঙ্গ-নম্র দিৰাকরের এই আকস্মিক উগ্রতায় কিরণময়ী চমকিত হইল। বলিল, কোন তামাসা ঠাকুরপো ? আমাদের বাড়ি ফিরে যাবার কথা ! এ বিদ্ধপের কি কিছুমাত্র প্রয়োজন ছিল ? কিরণময়ী কহিল, ঠাট্টা-বিন্ধপ ত কিছুই করিনি। - তবে এ কি সত্যি ? : • जठिा बहे कि उiहे । তুমি এক থেকে যাবে, এও তবে সত্যি ! এও সত্যি । , ও:-আই বুঝি আরাকানে বাচ্চ ! কিন্তু কার কাছে কি ভাবে থাকবে শুনি ? প্রভৃত্তিরে কিরণময়ী গুৰু একটা নিশ্বাস ফেলিল মাত্র। তাহামের এই পালানোট ጳ¢tል