পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रंख्न९-मोश्छिा-ज१dइ কিরণময়ী কথার মাঝখানেই বলিয়া উঠিল, তা হলে আমরা ত তাদের বাড়ি গিয়েই উঠতে পারি। র্তার পরিবারের সঙ্গে আমার ভাব করে দিতে পার না ? দিবাকর খুশী হইয়। বলিগ, কেন পারব না ? বাড়িউলিটি বলছিলেন, তোমার সঙ্গে একবার কিরণময়ী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, বাড়িউলিটি আবার কে ঠাকুরপে ? দিবাকর কামিনীর সংক্ষিপ্ত পরিচয় দিয়া কছিল, হরিশবাবু ওই বলেই তার স্ত্রীকে ডাকেন বে। একথান বাড়ি আছে কি না তাদের । , শুনিয়া কিরণময়ী মৌন হইয়া রছিল। কারণ, এই বাড়িউলি' শব্দটি সে ইতিপূৰ্ব্বে কলিকাতার দাসীদের মুখে যে সকল গৃহকত্রীর উদেশে ব্যবহৃত হইতে শুনিয়াছে, র্তাহারা কেহই ভদ্ৰগৃহিণী নহেন। তাই দিবাকর যখন র্তাহাকে সঙ্গে করিয়া এখানে আনিবার জন্ত উষ্ঠত হইল, তখন কিরণময়ী একটু হাসিয়া স্নিগ্ধকণ্ঠে কহিল, তিনি ভালো লোক ত ঠাকুরপো ? দিবাকর তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আবেগের সহিত বলিয়া উঠিল, চমৎকার মানুষ র্তারা বৌদি । একবার আলাপ হলে— কিরণময়ী বলিল, না হয় আজ থাকু ঠাকুরপো । আর একদিন— দিবাকর মাথা নাড়িয়া বলিয়া উঠিল, না বৌদি, তোমার পায়ে পড়ি, তিমি এখুনি আসতে চাচ্ছেন। তাদের বাড়িতে গিয়ে যখন উঠতেই হবে, তখন,—ষাবো বৌদি ডেকে আনতে ? বলিয়া দিবাকর প্রায় অধীর হইয়া উঠিয়া দাড়াইল এবং সঙ্গে সঙ্গেই তাহার চোখ, মুখ, কণ্ঠস্বরের ভিতর দিয়া ছোটভায়ের স্নেহের আবদার তাহার ভুলটাকে যেন তপ্ত শূলের মত করিয়া কিরণময়ীর হৃদয়ে বিধিল। অকস্মাৎ প্রবল বাম্পোচ্ছাস তাহার কণ্ঠ পৰ্য্যন্ত ফেনাইয়া উঠিল এবং উদগত অশ্রু গোপন করিতে কিরণময়ী মুখ ফিরাইয়া কোনমতে বলিল, আচ্ছ, তবে যাও— কথাটা সত্য যে, একটা অজানা-স্থানে যাইবার পথে বন্ধুলাভ কম ভাগ্য নয়। অবশেষে এই মনে করিয়াই বোধ করি সে দিবাকরের ব্যগ্র অনুরোধ স্বীকার করিয়াছিল ; কিন্তু সে যখন সত্যই তাহীকে ডাকিয়া আনিতে দ্রুতপদে বাহির হইয়া গেল, তখন নিজের অবস্থা স্মরণ করিয়া কিরণময়ী মনের মধ্যে ভারী একটা লঙ্গা বোধ করিতে লাগিল । যে আসিয়া উপস্থিত হইবে, সে বাঙ্গালীর মেয়ে, তাহার বয়স হইয়াছে—কি জানি তাহার চক্ষুকে ফাকি দেওয়া সম্ভব হইবে কি না ! দিবাকরের সহিত তুলনায় তাহার নিজের বয়সটাই শুধু স্বামী-স্ত্রী হিসাবে বাঙ্গালীनभारब ७भब मूटेिक ८ष, ८कवल ७३ कथाझे भट्न कब्रिबाहे किब्रभशघ्नौब झनञ्च कू%iब्र সঙ্কুচিত হইয়া উঠিল । ર૭૭