পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिखशैन অনতিকাল পরেই দিবাকরের পিছনে বাড়িউলি জাগিয়া হাজির হইল। তাহার প্রতি দৃষ্টিপাত্ত মাত্ৰই কিরণময়ী টের পাইল এ ভদ্রম্বরের স্ত্রীলোক নহে। বাহারা কলিকাতায় দাসীবৃত্তি করিয়া বেড়ায়, তাহদেরই একজন। তাহার বুকের উপর হইতে একটা বোঝা নামিয়া গেল, হাসিমুখে কছিল, এসো, ব'লে। রূপ দেখিয়া বাড়িউলি ক্ষণকাল অভিভূত হইয়া দাড়াইয়া রহিল, পরে গলায় আঁচল দিয়া গড় হইয়া প্রণাম করিয়া দ্বারপ্রান্তে বসিয়া পড়িয়া কহিল, বাবুর মুখে শুনে বাড়িআল বললে, বা বাড়িউলি, বামুন-মাকে একটা নমস্কার করে আয় । তা মগের দেশে যাচ্চো বটে বেীমা, কিন্তু এই কামিনী বাড়িউলির বাড়িতে টু শৰ করে যায় এমন ব্যাট-বেটি কেউ নেই । খেংরে বিব ঝেড়ে দেব না ? বলিয়া খ্যাংরার অভাবে বাড়িউলি শুধু হাতটাই একবার উচু করিয়া নাড়িয়া দিল । * কিরণময়ী খুশী হইয়া বলিল, বাঁচলুম বাছ, নতুন জায়গায় যেতে কতই না ভয় হচ্ছিল, কতই ন দুজনে ভাবছিলুম। - বাড়িউলি কছিল, ভয় কি মা ? আমি আরাকানের একটা ভাকসাইটে বাড়িউলি । নাম করলে যমে পথ ছেড়ে দেয় । তা চল বাছা, আমার ওখানে কোন কষ্ট হবে না। ভাড়া পাচ টাকা করেই বাধা, তা তোমরা চার টাকা করেই দিয়ে, তার পরে বাবুর একটু কাজ-কৰ্ম্ম হলে সে তখন বোঝা যাবে। আর সেজন্তে চিন্তা করে। না বেীমা, আমার বাড়িআলা গিয়ে যে সাহেবকে ধরবে, সে নাকি আবার না বলবে? তোমার বাপ-মায়ের আশীৰ্ব্বাদে তেমন খাতির আমরা রাখিনে, বলিয়া কামিনী ওষ্ঠাধর প্রসারিত করিয়া ঘাড়টা বার-দুই দক্ষিণে ও বামে হেলাইয়া দিল । কিরণময়ী একটা নিশ্বাস ছাড়িয়া বলিল, ভগবান তোমাদের ভাল করবেন বাছা। তাহার মুখের প্রতি বাড়িউলি হঠাৎ একটা তীক্ষ দৃষ্টিপাত করিয়া থলিয়া উঠিল, g B BB BDS BDD BBS BB BB BBBS BBBB BB BBB BBB নেই। কোঁটাটা একবার দাও, পরিয়ে দিয়ে যাই । কিরণময়ী ইহার জন্ত পূৰ্ব্বায়েই প্রস্তুত হইয়াছিল। বঁ হাতটা দেখাইয়া কছিল, না বাছ, মাথা ঘষার জন্তে নয়। নোয়া-পিচুর আমার এক বছর থেকে মা-কালীর পায়ে বাধা আছে। ও বছর বাবুর প্রাণের আশা আর ছিল না—পিছর নোয়া বাধা রেখেই ওদুটো কোনমতে বজায় রাখতে পেরেছি মা, বলিয়। সে একটুখানি দীর্ঘশ্বাস মোচন করিয়া আড়চোখে দিবাকল্পের পানে চাহিয়া দেখিল, তাহার মুখখানা লজ্জায় কুষ্ঠায় একেবারে বিবর্ণ হইয়া গিয়াছে। তাই ত বলি মা ! বলিয়া বাড়িউলিও সহায়ুভূতি প্রকাশ করিয়া কহিল, তা আমাদের আরাকানেও কালীবাড়ি আছে। পৌঁছেই একটা পূজো-আচ্চা বা হোক দিয়ে নোয়া-লি-দুর ছাড়িয়ে নিয়ে বেীমা, নইলে পাঁচজনে পাচরকম ভাৰতেও বা ኟቈፃ