পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পারে। এমন হারামজাদ যায়গা আরাকানের মত আর ত্রিসংসারে আছে নাকি ! শুধু আমাদের ভয়েই যা একটু শাসন আছে, নইলে— কিরণময়ী সহাস্তে কছিল, সেই কথাই ত বাবুর সঙ্গে আজ ছুদিন ধরে কেবলই হচ্ছে। কত স্বখ্যাতিই যে উনি তোমাদের করছিলেন, সে আর তোমার মুখের সামনে কি বলব। জাহাজে উঠে পৰ্য্যন্তই দুজনে ভয়ে সারা হয়ে যাচ্চি বাছা, কি হবে । তা ভগবান— কথাটা শেষ হইতেও পাইল না,—ভধু কি মা ! বলিয়া অভয় দিয়া বাড়িউলি আত্মশ্লাঘায় পঞ্চমুখ হইয়া উঠিল এবং দেখিতে দেখিতে উভয়ের ঘর-কন্না মুখ-দুঃখের গল্প এমনি জমির উঠিল যে, কে বলিবে দশ মিনিট পূৰ্ব্বে দুজনের লেশমাত্র পরিচয়ও ছিল না । অদূরে চৌকিটার উপর দিবাকর সেই যে আসিয়াই বসিয়া পড়িয়াছিল, আর উঠে নাই । কিরণময়ী কত মিথ্য যে কিরূপ অসঙ্কোচেও অবলীলাক্রমে বলিয়া যাইতে পারে, শুনিতে শুনিতে সে যেন একপ্রকার হতচেতনের মত শুদ্ধ হইয়া গিয়াছিল, এতক্ষণের পর হঠাৎ সম্বিং ফিরিয়া পাইয়া সে উঠিয়া বাহিরে যাইবার উপক্রম করিতেই কিরণময়ী বলিয়া উঠিল, সারাদিন খাওনি, আবার বাইরে যাচ্ছ যে ? প্রত্যুত্তরে দিবাকর যাহা কহিল তাহ শোনা গেগ না, কিন্তু বুঝা গেল। কিরণময়ী ব্যস্ত হইয়া বলিল, না না, তা হবে না। তুমি একবার বাইরে গেলে আর শীগগির আসবে না, আমি বেশ জানি। বাড়িউলির মুখের পানে চাহিয়া হাসিমুখে কহিল, শ্বশুর-শাশুড়ী নেই, বিয়ে হয়ে পৰ্য্যস্ত চিরকালটা এই আমার জালা ! খাওয়ার জন্তে যেন মারামারি করতে হয় বাছা । আবার একটুখানি হাসিয়া বলিল, আমি যাই, তাই জোর-জবরদস্তি করে খাওয়াতে পারি বাড়িউলি, আর কোন মেয়ে হলে তার শুধু চোখের জল আর উপোস সার হতো। নিদারুণ লজ্জায় দিবাকরের মাথাটা একেবারে ঝুঁকিয়া পড়িল । বাড়িউলি হাসিয়া বলিল, ই বাৰু, এমন করে বুঝি দুটিতে বিদেশে গিয়ে ঘর-কল্প করবে ! কিন্তু আমার বাড়িতে সে হবে না বাবু, ৰৌমাকে জালাতন করতে আমি কিছুতেই দেব না, তা বলে দিচ্ছি। কিরণময়ীর মুখের প্রতি চাহিয়াই হঠাৎ প্রশ্ন করিয়া বসিল, ই বেীমা, বাৰু বুঝি তোমার চেয়ে বেশী বড় নয়, ষেন সময়বলী य८ण यान श्ब्र,-नां ? কিন্ত্রণময়ী তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া হাসিয়া কহিল, কুলীনের ঘর বাছা ; আমিই cय वज्र श्रब्र वाईनि, ७झे श्रांशांद्र छांत्रिj ! उी थांब्र जयबग्ननौ 8द कि ! खैब्र जना Rob