পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জগৎতারিণী মুখ হাড়িপনা করিয়া নিজেই রান্নাঘরে প্রবেশ করিলেন। কিন্তু কেন ষে তাহার নিজের ছেলে-মেয়ে এবং নিজের সংসারে আচার-ব্যবহারের উপর এই মর্শ্বাস্তিক অক্রোশ, তাহা তাহার পূর্ব ইতিহাস হইতে অনেকটা বুঝা যাইবে। জগৎতারিণীর পরলোকগত স্বামী পরেশনাথ ওকালতি করিয়া অগাধ অর্থ উপার্জন করিয়াও যখন অনেক বয়সে অধিকতর উপাজনের আশার ব্যারিস্টার হইতে কৃতসঙ্কল্প হইলেন, তখন স্ত্রী কাল্পাকাটি করিয়া, উপবাস করিয়া, মাথা খুড়িয়া অশেষ প্রকারে বাধা দিবার চেষ্টা করিয়াও কৃতকার্ধ্য হইতে পারিলেন না । পরেশনাথ কোন কথা শুনিলেন না, জগৎতারিণীকে এবং বারো বৎসরের পুত্র জ্যোতিষ ও ছয় বংসরের কন্যা সরোজিনীকে দেশের মাটিতে রাখিয়া বিলাত চলিয়া গেলেন । প্রথম কয়েকদিন জগৎতারিণী একেবারেই হাল-ছাড়িয়া দিলেন, কিন্তু পরে প্রকৃতস্থ হইয়া নায়েব-গোমস্তার সাহায্যে বিষয়-কৰ্ম্ম দেখিতে লাগিলেন । কিন্তু, স্বামীর উপর চিত্ত র্তাহার চিরদিনের মত ভাঙিয়া গেল। কিছুদিনের পর পরেশনাথ ব্যারিস্টার হইয়া ফিরিয়া আসিয়া আশাতিরিক্ত অর্থে পার্জন করিতে লাগিলেন, কলিকাতায় নূতন অট্টালিকা প্রস্তুত করাইয়া নূতন ধরণের বাড়ি-ঘর সাজাইতে শুরু করিলেন, বয়বাৰুচ্চি নিযুক্ত করিলেন, কিন্তু জগংতারিণী নীরবে পৃথক হইয়া রছিলেন—স্বামীর গৃহকৰ্শ্বে লেশমাত্র ৰোগদান করিলেন না। এমনি করিয়া দিন দিন স্বামী-স্ত্রীর বিচ্ছেদ নিদারুণ হইয়া উঠিতে লাগিল । বাক্যালাপ ত বন্ধই ছিল, সংবাদ লওয়াও প্রায় বদ্ধ হইয়া আসিল । • একদিন জ্যোতিষ আসিয়া কছিল, মা, বাবা আমাকে বিলেতে পাঠাতে চাচ্ছেন। এ আশঙ্কা জননীর ছিলই, তিনি অত্যন্ত কঠিন হইয়া জিজ্ঞাসা করিলেন, কবে ? জ্যোতিষ কহিল, বোধ করি মাস-গ্লুয়ের মধ্যেই। আচ্ছ, বলিয়াম মুখ অন্ধকার করিয়া অন্তর চলিয়া গেলেন। বিলাত-যাত্রার দিন তিনি দ্বার বদ্ধ করিয়া রছিলেন, জ্যোতিষ রুদ্ধ দ্বারের সম্মুখ হইতেই প্রণাম করিয়া বিদায় লইয়া গেল। পরেশনাথ সরোজিনীকে সজে করিয়া বোম্বাই পৰ্য্যস্ত পৌছাইয়া দিতে গেলেন, ফিরিয়া আসিয়া শুনিলেন, জগৎতারিণী শান্তিপুরে পিত্রালয়ে চলিয়া গেছেন। কারণ অনুসন্ধান করিয়া অবগত হইলেন, ইতিমধ্যে র্তাহার খুড়শ্বশুর গোবিন্দবাবু সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন, কিন্তু এ-বাটতে আহারাদি করেন নাই। স্বতরাং স্ত্রীর গৃহত্যাগের কারণ বুঝিতে র্তাহার বিলম্ব হইল না। ফিরাইয়া আনিতে লোক পাঠাইলেন, কিন্তু জগৎতারিণী আসিলেন না । পরেশনাথ সরোজিনীকে বোর্ভিঙে ভর্তি করিয়া দিলেন এবং এ্যাকটিস প্রায় ছাড়িয়া मूंछ बाणैरङ जडूङ गैर्डि जांब्रछ कब्रिड्रा विtणन । ज*९डांब्रिनै श्रृिंखांणद्रब थांङ्गिञ्चा እፄጻ